ফলো আপ সেশন

আর্ট অফ লিভিং কেন্দ্রগুলিতে যারা প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন, সমস্ত বিশ্ব জুড়ে তাদের জন্য দলবদ্ধ হয়ে অনুশীলন করার জন্য সাপ্তাহিক অধিবেশনের আয়োজন করা হয়। এগুলি আর্ট অফ লিভিং শিক্ষকদের দ্বারা পরিচালিত এবং এর জন্য কোন খরচ লাগে না। এই অধিবেশনকে ‘সৎসঙ্গ’ও বলা হয়। যেখানে শ্বাসের প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজেকে সতেজ করতে পারেন, আপনার বাড়ীর অভ্যাস আরো মজবুত হতে পারে এবং অন্যান্য অংশগ্রহণকারীদের নিয়ে এক সৌহার্দ্যপূর্ণ গোষ্ঠীর একজন হয়ে উঠতে পারেন। আপনার অঞ্চলের সবচেয়ে নিকটবর্তী আর্ট অফ লিভিং কেন্দ্রের সন্ধান পাওয়ার জন্য এই পাতার ডান দিকের উপরের কোণে সাইট লোকেটর ব্যবহার করুন ও ওয়েবসাইট সম্বন্ধে বিশদ জানুন।

Founded in 1981 by Sri Sri Ravi Shankar,The Art of Living is an educational and humanitarian movement engaged in stress-management and service initiatives.Read More