একটি আদর্শ শক্তি সঞ্চারক পদ্ধতি

ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম (YLTP) এক আদর্শ শক্তিসঞ্চারক পদ্ধতি। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা মানুষের রূপান্তর ঘটাই।

সারা পৃথিবীর জনসংখ্যায় তরুণ-তরুণীর সংখ্যা ভারতবর্ষে সর্বাধিক। ন্যাশনাল ইয়ুথ পলিসির মতে ভারতের জনসংখ্যার ৪০% হল যুবসম্প্রদায়। আমাদের ইয়ুথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম এই সব তরুণ-তরুণীদের আদর্শ যুবক বা আদর্শ যুবতী রূপে তৈরী করে দেয়। এই ট্রেনিংটি নিলে তাদের সম্পূর্ণ রূপান্তর ঘটে। আমাদের বাস্তবসম্মত এই শিক্ষা গ্রামীণ ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলের তরুণ-তরুণীদের সমাজগত ভাবে, অর্থনীতিগতভাবে সম্পূর্ণ আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী, প্রাণশক্তিতে ভরপুর, উৎসাহ উদ্দীপনায় ভরপুর, সৃষ্টিশীল নেতৃত্ব দানে সক্ষম এক পরিপূর্ণ মানুষ করে গড়ে তোলে। এরা এরপর পরিবর্তন আনতে সক্ষম হয়। ওদের মধ্যে এই পরিবর্তন আনা সম্ভব হয় কিছু পদ্ধতির মধ্যে দিয়ে -যেমন ওদের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো হয়, মানসিক শক্তির বিকাশ ঘটানো হয়, তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো হয়। এছাড়া তাদের কারিগরি শিক্ষা প্রদান করা হয় ও প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে কি করে কাজে লাগানো যায় তার প্রশিক্ষণও দেওয়া হয়।

যুব সম্প্রদায় আমাদের দেশের ভবিষ্যত। এই ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে (আর্ট ওফ লিভিং এর প্রকলপকে সাহায্য করুন), আমরা দেশের ভবিষ্যৎ গড়ে তুলি।

আমাদের কাজঃ (YLTP)

    • এক লাখ দশ হাজার গ্রামীণ যুবকবৃন্দকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
    •  গ্রামাঞ্চলে চল্লিশ হাজার বিকাশশীল প্রকল্প গ্রহণ করা হয়েছে।
    • ২০/৩০ লক্ষ বৃক্ষ রোপণ করা হয়েছে।
    • ১৮০০র বেশি গৃহ, ৫৪০০র বেশি শৌচালয়, ১১০০টি টিউবওয়েল ও ৯০০টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মিত হয়েছে।
    • আটচল্লিশ হাজার পরিচ্ছন্নতা রক্ষা ক্যাম্প  আর তেইশ হাজার মেডিক্যাল ক্যাম্প আয়োজিত হয়েছে। এর ফলে ২ কোটি ৫০ লক্ষ্ মানুষ উপকৃত হয়েছে।
    • ৫৫ টি গ্রাম উন্নত হয়ে আদর্শ গ্রামের দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠেছে।