পরিবেশের যত্ন:

আধ্যাত্মিকতার ওপর প্রতিষ্ঠিত আর্ট অফ লিভিং এই বিশ্ব প্রকৃতির ওপর গভীর শ্রদ্ধা রাখে। এই বিশ্ব প্রকৃতি পাথর, বালি, জল দিয়ে তৈরি কিন্তু আধ্যাত্মিকের কাছে তা নিস্প্রাণ নয়। তাই আধ্যাত্মিকতার মাধ্যমে তাকে আরও প্রাণবন্ত, উচ্ছল, উজ্জীবিত করে তোলা সম্ভব। তার জন্যে প্রয়োজন আমাদের যত্ন, ভালোবাসা ও মনোযোগ।

সারা বিশ্বে আর্ট অফ লিভিং –এর স্বেচ্ছাসেবীরা বিশ্ব প্রকৃতিকে রক্ষা করবার জন্য নানান পরিবেশ প্রকল্প গ্রহণ করেছে। যেমন মিশন গ্রীন আর্থ –এই প্রকল্পে প্রচুর বৃক্ষরোপণ করা হয়েছে। দূষিত নদীকে পরিচ্ছ্ন্ন করা হয়েছে৷ নিখরচায় জৈব সার ব্যবহারে উৎকৃষ্ট চাষের পদ্ধতি চাষীদের শেখানো হয়েছে। দরিদ্র চাষীরা এতে বিশেষ ভাবে উপকৃত হয়েছে সেই সঙ্গে রসায়ন মুক্ত শুদ্ধ শস্য উৎপাদিত হচ্ছে।

আর্ট অফ লিভিং মনে করে প্রকৃতির সুরক্ষার জন্য শিশুমনকে সচেতন করা একান্ত প্রয়োজন। তাই গৃহে এবং বিদ্যালয়ে তাদের জন্যে এক নতুন প্রকল্প ‘ডিপেনিং রুট্‌স, ব্রডেনিং ভিসন’ শুরু করা হয়েছে। এর প্রভাব সুদূর প্রসারী।