sahaj samadhi dhyana yoga

সহজ সমাধি ধ্যান যোগ

মনের শান্তি বৃদ্ধি • স্বাস্থ্যের উন্নতি • মানসিক স্বচ্ছতা বৃদ্ধি • ইন্দ্রিয়াতীত অন্তর্জ্ঞানের ক্ষমতার জাগরণ

প্রতিদিন দু'ঘণ্টা করে তিন দিন

*আপনার অনুদান নানাবিধ সামাজিক প্রকল্পকে সাহায্য করে

রেজিস্টার করুন

এই প্রশিক্ষণ নিলে কি কি উপকার পাওয়া যায়?

icon

মনের শান্তি বৃদ্ধি পায়

সহজ সমাধি ধ্যান যোগ মস্তিষ্কের তরঙ্গকে শান্ত আলফা ওয়েভের স্তরে নিয়ে যায়। এই তরঙ্গ স্নায়ুতন্ত্রকে আরাম দিয়ে শরীর ও মনকে গভীর বিশ্রাম দেয় ও নিশ্চিন্ত করে তোলে।

icon

মানসিক স্বচ্ছতা বাড়ে

ধ্যান মানুষের মনের অবিরাম চিন্তার প্রবাহকে শান্ত করে সজাগতা বাড়ায় যার ফলে মন হয় স্বচ্ছ ও পরিষ্কার।নিয়মিত সহজ সমাধির অভ্যাস করলে সঠিক সিদ্ধান্ত নেবার দক্ষতা অর্জন করা যায়, কোন বিষয়ের উপর দীর্ঘক্ষণ ধরে মনঃ সংযোগ করার ক্ষমতা বাড়ে, নিজের সম্বন্ধে সচেতনতা বাড়ে।

icon

শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটে

আমাদের স্নায়ুতন্ত্র শরীরে শক্তি সঞ্চার করে। শান্ত, শিথিল ও পুনরুজ্জীবিত স্নায়ুতন্ত্র দেহের সংবহন তন্ত্র, পরিপাক তন্ত্র ও শ্বাস তন্ত্রের কাজকে উন্নত করে তোলে।

icon

ইন্দ্রিয়াতীত অন্তর্জ্ঞানের ক্ষমতা জেগে ওঠে

সহজ সমাধি ধ্যান যোগ মনকে অন্য স্তরে নিয়ে যায় যেখানে মন অবিরাম কথা বলতে থাকে না বরং ভেতরের কথা শুনতে পায় আর তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে।

কিভাবে এটি কাজ করে?

ধ্যান হলো পরিপূর্ণ বিশ্রামের এক পদ্ধতি, কিছু না করে নিশ্চিন্ত থাকার কৌশল। কিন্তু অনেকের কাছে কিছু না করে থাকাটা খুব সহজ নয়। ধ্যানের নানান পদ্ধতি আছে, কিন্তু সহজ সমাধিতে আমরা গভীর বিশ্রামে যাবার জন্য শক্তিশালী সূক্ষ্ম শব্দের (মন্ত্রের) ব্যবহার করি। এক্ষেত্রে প্রত্যেককে নিজস্ব মন্ত্র দেওয়া হয় আর শিখিয়ে দেওয়া হয় ধ্যানের সময় তাকে কিভাবে ব্যবহার করতে হবে। এই মন্ত্র চেতনার গভীর স্তরে নিয়ে যাওয়ার বাহন হয়ে যায়। তুমি যত তোমার গভীরে যেতে থাকো তত তোমার ভেতরে পরমানন্দ, শান্তি, স্বচ্ছতা, অন্তর্জ্ঞান আর সৃজনশীলতা বিকশিত হতে থাকে এবং অবশেষে তুমি উপলব্ধি করে যে তুমি আসলে কে।

এই কোর্সের ভেতরে আর কি কি আছে?

  • নিজের মন্ত্রের ওপর নির্ভর করে ধ্যান করবার কৌশল
  • ধ্যানের মূল নীতি
  • যে সকল কারণে মন অশান্ত হয়, তাদের সনাক্ত করা ও তার প্রতিকার করা
  • মনের ও চিন্তার উপর বিভিন্ন খাদ্যের প্রভাব

প্রতিষ্ঠাতা

গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, সহিংসতামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

আরও জানুন

আমি এই কোর্সটা করতে চাই কিন্তু....

সহজ সমাধি শিখতে হলে আমাকে কি ধ‍্যানসাধক হতে হবে ?

না, একেবারেই না। কেউ যদি আগে কোনদিন ধ্যান না করে থাকে তাহলেও সে এই কোর্স করে এর উপকারিতা পেতে পারে।

নির্দেশিত ধ্যান আর সহজ সমাধি এই দুইয়ের মধ্যে পার্থক্য কি ?

নির্দেশিত ধ্যানে মৌখিক নির্দেশ ও সঙ্গীতের সাহায্যে ধ্যান করা হয়। এই ধ্যানের প্রক্রিয়ায় এক শান্তিপূর্ণ ও আরামদায়ক বাতাবরণ তৈরি করে ধ্যানের গভীরে নিয়ে যাওয়া হয়। আর অন্যদিকে সহজ সমাধি ধ্যান হলো মন্ত্রের সাহায্যে ধ্যানের গভীরে যাওয়া। মন্ত্র হলো শক্তিশালী অতি সূক্ষ্ম শব্দ যা আমাদের চেতনার গভীরে নিয়ে যায়। নির্দেশিত ধ্যান করতে গেলে এক দক্ষ পরিচালকের নির্দেশের প্রয়োজন হয়। কিন্তু সহজ সমাধি ধ্যানের কৌশল শিখে গেলে নিজে নিজেই ধ্যান করা যায়। এর জন্য কুড়ি মিনিট সময় চাই আর চাই একটা নিরিবিলি জায়গা, যেখানে নিশ্চিন্তে বসা যায় ।প্রতিদিন অভ্যাস করতে থাকলে নিজেই অনুভব করা যায় মন কত শান্তিতে আছে ; শরীরের আর মনের স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হয়ে উঠছে , সজাগতা বাড়ছে আর সেই সঙ্গে ইন্দ্রিয়াতীত অন্তর্জ্ঞানের বিকাশ ঘটছে।

আমি ঠিক মতো ধ্যান করতে পারি না , যখনই ধ্যান করতে যাই আমি ঘুমিয়ে পড়ি।

প্রথম প্রথম ধ্যান করার সময় ঘুমিয়ে পড়া সম্পূর্ণ স্বাভাবিক। তাতে বোঝা যায় যে শরীর বিশ্রাম চাইছে। এর জন্যে ধ্যান করা বন্ধ করা অনুচিত! ধ্যানের অভ্যেস করতে থাকলে এক সময় দেখা যায় যে মাত্র কুড়ি মিনিটের সহজ সমাধি ধ্যান কয়েক ঘন্টার ঘুমের চেয়েও বেশি তরতাজা করে তোলে!

সহজ সমাধি ধ্যান করার জন্য বিশেষ কিছু শর্ত আছে কি ?

এই ধ্যান করার আগে পেটটা খালি রাখাই ভালো ।খাওয়ার আগে বা খাওয়ার ৯০ মিনিট পরের সময়টা ধ্যান করার উপযুক্ত সময়। এছাড়া যেটা প্রয়োজন সেটা হলো, কুড়ি মিনিট সময় আর নিশ্চিন্তে আরাম করে বসবার একটা জায়গা।