এ্যাডভান্স্ড প্রকল্পসমূহ

ব্লেসিংস প্রোগ্রাম

“যখন তোমার কোন চাহিদা থাকে না... তখন তোমার ভেতর থেকে যে আশীর্বাদ স্বতঃস্ফূর্ত ভাবে বয়ে চলে তা বাস্তবায়িত হবেই।”– শ্রী শ্রী।
ব্লেসিংস প্রোগ্রাম একটি সুগভীর ও সূক্ষ্ম সংবেদনশীল অথচ শক্তিশালী প্রকল্প যার মধ্যে কিছু অনন্য ও অসাধারণ প্রক্রিয়া ও ধ্যান থাকে; এর সাহায্যে একজন ব্যক্তি ধ্যানের গভীরে পৌঁছে পরিপূর্ণতা ও কৃতজ্ঞতায় আপ্লুত হয়। অংশগ্রহণকারীদের মতে অন্য সব প্রকল্পের থেকেও এই প্রকল্পে তারা বেশী করে উপলব্ধি করে কতটা করুণাধারায় তারা নিজেরা সিক্ত হচ্ছে এবং অপরকেও সিক্ত করছে।

যোগ্যতা

 

দিব্য সমাজ নির্মাণ (ডিএসএন)

ডি.এস.এন একটি আয়াসসাধ্য ও রূপান্তরকারী প্রোগ্রাম যা অংশগ্রহণকারীদের ব্যক্তিগত দুর্বলতা ও প্রতিবন্ধকতা ভেঙ্গে তাদের আভ্যন্তরীণ স্থিতি ও শক্তির কাছে পৌঁছতে সাহায্য করে ও তার ব্যক্তিত্বের রূপান্তর ঘটায়৷

আমাদের সকলের মধ্যেই নিজেকে সর্বোৎকৃষ্ট করে তোলার জন্য, একটি গভীর সুপ্ত আকাঙ্খা রয়েছে– নিজেদের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য এবং বিশ্বের জন্য; কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ব্যক্তিগত বাধা থাকে - পুরনো স্বভাব ও অভ্যাস, আবেগের ক্ষত, ভীতি, সংস্কারের দ্বারা নিজেকে নিষেধের ঘেরাটোপে আটকে রাখা ইত্যাদি আমাদের পরিপূর্ণ ভাবে জীবনের নানা ক্ষেত্রে অংশগ্রহণ করতে দেয় না।

বিভিন্ন শক্তিশালী প্রক্রিয়া, যোগ এবং গভীর আধ্যাত্মিক জ্ঞানের সাহায্যে ডি.এস.এন প্রো্গ্রাম আমাদের এই বাধা অতিক্রম করায় এবং নিজেদের যোগ্য ও সমর্থ করে তুলে নিজেদের ও অপরের কাজে ও সেবায় নিয়োজিত করে।

যোগ্যতা

 

গুরু পূজা প্রোগ্রাম (পার্ট১ ও ২)

গুরু পূজা একটি চিরাচরিত প্রথা যার মাধ্যমে যে আধ্যাত্মিক গুরুরা প্রাচীনকাল থেকে ধারাবাহিকভাবে আত্মজ্ঞানের পথে সাহায্য করে আসছেন, সেই গুরু পরম্পরাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। শ্রী শ্রী রবিশংকরের ভগ্নী ভানুদিদির সযত্ন তত্ত্বাবধানে গুরুপূজার মন্ত্রোচ্চারণ এবং পূজাপদ্ধতি শেখানো হয়। গুরু পূজার মন্ত্রোচ্চারণ করলে আমাদের মন গুরু পরম্পরার সঙ্গে মিলিত হয়। বহু অংশগ্রহণকারী এই প্রোগ্রাম বা পূজা চলাকালীন দৈব উপস্থিতি সম্বন্ধে অধিক সজাগতা উপলব্ধি করেন। এই প্রোগ্রামে নানা প্রাচীনজ্ঞান, মনোরম গল্প জানা যায় এবং আধ্যাত্মিক গুরুদের নিবিড় উপস্থিতি সহজেই উপলব্ধি করা যায়।

গুরু পূজা প্রোগ্রামটি দুই ভাগে হয়ঃ
ফেজ ১: এই ভাগে পূজার মন্ত্রোচ্চারণ শেখা যায় এবং বৈদিক জ্ঞান ও ঐতিহ্যের ভেতরে যে গভীর রহস্য আছে তার অনুসন্ধাণ করা হয়।
ফেজ ২: গুরু পূজার প্রথম ভাগে শেখা পূজা মন্ত্রোচ্চারণের মাধ্যমে গুরু পরম্পরাকে আবাহন করার যোগ্য করে তোলা হয়।

যোগ্যতা

  • দি আর্ট অফ লিভিং-এর প্রশিক্ষক হতে হবে অথবা টিটিসি (পার্ট১) প্রোগ্রাম + ২টি আর্ট অফ লিভিং অ্যাডভান্স্ড প্রোগ্রাম (পার্ট ২) + আর্ট অফ মেডিটেশন: সহজ সমাধি প্রোগ্রাম অথবা ৪ টি আর্ট অফ লিভিং (পার্ট ২) প্রোগ্রাম + আর্ট অফ মেডিটেশন: সহজ সমাধি প্রোগ্রামের অভিজ্ঞতা থাকতে হবে।
  •  

 

ইটার্নিটি প্রসেস

আমাদের আত্মা চিরন্তন ও শাশ্বত এবং আমাদের বর্তমান দেহে থাকার অনেক আগে থেকেই বিশ্ব ব্রহ্মান্ডে এর অস্তিত্ব এবং আমাদের এই দেহ বিলীন হয়ে যাওয়ার পরেও তা অবিনশ্বর থাকবে। ইটার্নিটি প্রসেস হল একটি পূর্ব জন্মে  প্রত্যাবর্তন পদ্ধতি যার মাধ্যমে বিগত বহু পূর্ব জন্মের নানা ঘটনা স্মরণ করা সম্ভব যার জন্য আমাদের বর্তমান প্রকৃতি বা অভ্যাসের ধরন গঠিত হয়েছে। এই ধরন মানসিক বা শারীরিক বা উভয়ই হতে পারে এবং তা এমন হতে পারে যাকে বোঝা বা পরিবর্তন করা প্রয়োজন। এই প্রক্রিয়ার মাধ্যমে বিগত জন্মের নানান ধরন যা বর্তমান জন্মের উন্নতিকে ব্যাহত করছে, তাকে দূর করা যায় এবং বর্তমান জীবনকে পরিপূর্ণভাবে আনন্দের সঙ্গে কাটানো সম্ভব হয়।

ইটার্নিটি প্রসেসে অংশগ্রহণকারী মাত্র একজনই হন এবং শিক্ষক দ্বারা পরিচালিত দু-তিন ঘন্টাব্যাপী এই অধিবেশনে গভীর ধ্যানে যাওয়ার অভিজ্ঞতা অর্জন হয়।

যোগ্যতা

  • ইটার্নিটি প্রসেসে অংশগ্রহণ করতে হলে - ৩ টি আর্ট অফ লিভিং (পার্ট ২) প্রোগ্রামে অংশগ্রহণ করবার অভিজ্ঞতা থাকা চাই ও তার মধ্যে ১ টি অবশ্যই স্বয়ং শ্রী শ্রীর উপস্থিতিতে করা চাই
  •