গভর্নমেন্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম (G E P)

বর্তমানে ভারত সরকার এক দৃষ্টান্তমূলক পরিবর্তনের সাক্ষী৷ আজ দেশের অধিকাংশ প্রতিষ্ঠান তাদের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে প্রচন্ড চাপের মধ্যে পড়ে গেছে৷ মানবসম্পদ ও পরিবেশ সর্বদা তাদের অনুকূলে থাকে না৷ আমরা বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় ব্যক্তি মানুষ থেকে৷ সরকারী কর্মচারীরা নানান দিক থেকে প্রবল চাপের মধ্যে আছে – সেই চাপ তাদের কাজের দক্ষতার ওপর ও কর্তব্য পালনের ওপর প্রভাব বিস্তার করছে৷ শুধু কাজের জায়গায় নয়, তাদের পরিবারে, সমাজেও নানান চাপ থাকে৷ আর এই সব চাপ তাদের শরীর, কর্মদক্ষতা ও নৈতিক চরিত্রের ওপর প্রভাব বিস্তার করে৷ অনেক সময় মানুষ নিজেই বুঝতে পারে যে তার প্রয়োজন এমন কোন বিশেষ দক্ষতা, এমন কোনো অস্ত্র যার দ্বারা সে এই ধরনের চাপের মোকাবিলা করতে পারবে আর অনেক বেশি সমৃদ্ধ, অর্থবহ জীবন যাপন করতে সক্ষম হবে৷ ব্যক্তি মানুষের ওপর এইসব চাপ তার কর্ম সংস্থানের সামগ্রিক কর্মক্ষমতাকে প্রভাবিত করে৷ আর্ট অফ লিভিং আগ্রহী প্রতিষ্ঠানগুলিতে কর্মীদের মানসিকতায় পরিবর্তন আনার কাজে সাহায্য করে প্রতিষ্ঠানগুলিতে সুস্থ ইতিবাচক কাজের পরিবেশ সৃষ্টি করে৷

গভর্নমেন্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম (G E P) আর্ট অফ লিভিং –এর তরফ থেকে ভারতের সরকারী প্রতিষ্ঠানগুলির প্রতি এক বিশেষ নিবেদন৷ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারী অধিনস্থ সংস্থা, স্বশাসিত, সরকারী প্রকল্পাধীন সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠান –এই সবই এই প্রকল্পের আওতায় পড়ে৷

জনসাধারণের সেবা যারা করেন তাঁদের প্রয়োজন আর তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলিকে মাথায় রেখেই GEP –এর পরিকল্পনা করা হয়েছে৷ এই প্রকল্প বিভিন্ন স্তরে কাজ করে৷ কর্মীর ব্যক্তিগত জীবন, তার বর্তমান কর্মের পরিবেশ, সে যে অবস্থায় কাজ করে সামগ্রিক ভাবে সেই সংস্থার পরিবেশ –এই তিনটি স্তরেই প্রভাব বিস্তার করে পরিবর্তন আনে৷ এই ট্রেনিং প্রোগ্রামে বাস্তবসম্মত, সহজ ও অত্যন্ত কার্যকরী পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়৷ বহু প্রাচীন জ্ঞানের ওপর ভিত্তি করে এই কার্যক্রম তৈরি করা হয়েছে৷ এই কার্যক্রমটি দেশে-বিদেশে, কাছে-দূরে সর্বত্রই প্রশংসিত হয়েছে৷ এই ট্রেনিং প্রোগ্রামের আবেদন জাতি, ধর্ম, বর্ণ, আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি সব বাধাকে অতিক্রম করে গেছে৷

আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সরকারী বিভাগ ও তাদের কর্মীরা এই প্রোগ্রাম থেকে উপকারিতা লাভ করেছে৷ এমনকি ব্যক্তিগত ট্রেনিং বিভাগ, স্বরাষ্ট্র দপ্তর, বৈদেশিক দপ্তর, রাজস্ব, প্রতিরক্ষা, রেল, বিমান, যুব কেন্দ্র, খনি, বিদ্যুৎ, রাস্তা নির্মাণ এমন আরো বহু বিভাগে এই ট্রেনিং প্রোগ্রাম করানো হয়েছে৷ বহু ট্রেনিং ইনস্টিটিউট, PSU, পুলিশ বাহিনী, আধা সামরিক বিভাগ, সেনাবাহিনী, CVC, CEC –র মতো স্বশাসিত বিভাগ, লোকসভা ও বিধানসভা, সেক্রেটারিয়েট ও আরো বহু প্রতিষ্ঠান এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হচ্ছে৷

আমাদের আভ্যন্তরীণ সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশেরও বেশি প্রাণশক্তিতে, উৎসাহ উদ্দীপনায় পূর্ণ ও সম্পূর্ণ চাপমুক্ত বোধ করছে, তারা কাজে অনেক বেশি মনযোগ দিতে পারছে ও তাদের দৃষ্টিভঙ্গিও স্বচ্ছ হয়েছে৷ তাদের কাজের যোগ্যতা বৃদ্ধি পেয়েছে ও তারা নতুন নতুন চ্যালেঞ্জও গ্রহণ করছে৷ পারস্পরিক সম্পর্কেরও উন্নতি হয়েছে৷ এতেই বোঝা যায় তাদের কর্মস্থলের পরিবেশের কতটা উন্নতি হয়েছে৷প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ৮০% মনে করেন এই ধরনের ট্রেনিং প্রোগ্রাম কর্মক্ষেত্রে ইতিবাচক সুস্থ পরিবেশ তৈরী করে আর কর্মচারীদের নৈতিক ব্যবহারও উন্নত হয়৷ যে কোনো প্রতিষ্ঠানের উন্নতিতে এ ধরনের ট্রেনিং প্রোগ্রামের অবদান অনস্বীকার্য৷

এ বিষয়ে আরো বিস্তৃত আলোচনা ও প্রেজেন্টেশনে আগ্রহ থাকলে আপনারা আমাদের gep@vvki.net –এ ইমেল করতে পারেন৷ আমাদের মোবাইল নম্বর 9910299690.