Smiling woman with raised arms feeling grateful copy

ব্লেসিংস প্রোগ্রাম

নিজের ভেতরের আরোগ্যদাতাকে আবিষ্কার করুন

আপনার দেওয়া আশীর্বাদ কারও জীবনে পরিবর্তন আনতে পারে।

যোগ্যতা: হ্যাপিনেস প্রোগ্রাম, 2 অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম, সহজ সমাধি ধ্যান যোগ

3 দিন

*আপনার অনুদান নানাবিধ সামাজিক প্রকল্পকে সাহায্য করে

রেজিস্টার করুন

পরিপূর্ণতা চেতনার একটি সুন্দর গুণ, যা একজনকে আশীর্বাদ দেওয়ার ও নিরাময়ের মাধ্যম হওয়ার শক্তি প্রদান করে। দ্য ব্লেসিংস প্রোগ্রাম অনন্য ধ্যান প্রক্রিয়ার মাধ্যমে প্রাচুর্য, তৃপ্তি ও পূর্ণতার এক উপলব্ধি দেয়। এই গুণগুলো আমাদের সবার মাঝেই রয়েছে, আর এই প্রোগ্রাম সেই গুণগুলোকেই জাগিয়ে তোলে।.

আশীর্বাদ সবসময় অন্যদের দেওয়া হয়, নিজেকে নয়। আশীর্বাদ দিতে পারা মানে হলো স্নেহপ্রবণ হওয়া এবং ভাগ করে নেওয়ার মনোভাবের পূর্ণ প্রকাশ—যা অন্যদের সেবা করতে, শান্তি ও সম্প্রীতি এনে দিতে পারে এবং যারা আপনার সাহায্য প্রার্থনা করে তাদের উপকারে আসতে সক্ষম করে। অনেকেই এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদের অলৌকিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

আপনার ভিতরের শক্তিকে জাগ্রত করুন

icon

আপনার ভিতরে যে চরম প্রাচুর্য ও সন্তুষ্টি আছে তাকে উপলব্ধি করুন

icon

আরোগ্যের মাধ্যম হয়ে উঠুন

icon

আপনার আশীর্বাদ দেওয়ার ক্ষমতাকে আবিষ্কার করুন

প্রতিষ্ঠাতা

গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি 180 টি দেশের লক্ষ লক্ষ মানুষের কাছে যোগব্যায়াম, ধ্যান এবং ব্যবহারিক জ্ঞান নিয়ে এসেছেন।
আরও জানুন