two little girls playing on trees

উৎকর্ষ যোগ

শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্যের উন্নতি বর্ধক

আট থেকে তেরো বছর বয়সীদের জন্য এই কর্মসূচি।

প্রথম সপ্তাহ থেকেই পরিবর্তন পরিলক্ষিত হয়।

রেজিস্টার করুন

বালক / বালিকারা কিভাবে উপকৃত হয়?

icon

রোগ প্রতিরোধ ক্ষমতা ও ক্ষুধা বৃদ্ধি করে

আমাদের ব্যায়াম এবং ক্রিয়াকলাপ গুলি ক্ষুধা বৃদ্ধি করায়, জীবনীশক্তি বৃদ্ধি করে এবং সুস্থতার অনুভূতি জাগায়।

icon

ক্রোধ সম্পর্কিত বিষয়ের অবসান ঘটায়

বিভিন্ন পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে বালক/ বালিকাদের ক্রোধ, আগ্রাসী মনোভাব এবং হতাশাকে প্রশমিত করায়; তাদের জীবনীশক্তিকে লাভদায়ক কাজে চালিত করে।

icon

সতর্কতা বর্ধক

আমাদের গবেষণা সমর্থিত প্রক্রিয়া গুলি বালক/ বালিকাদের স্থিতধী করে, মনঃসংযোগ বাড়ায়, স্মৃতিশক্তি ও একাগ্রতা বৃদ্ধি করতে সাহায্য করে।

icon

আনন্দ বর্ধক

বালক/ বালিকারা পরস্পরের সহিত মজাদার ক্রিয়াকলাপের মাধ্যমে তাদের সংকোচ থেকে বেড়িয়ে আসতে সমর্থ হয় এবং তাদের প্রকৃত ও আনন্দময় সত্তাকে আবিষ্কার করে।

উৎকর্ষ যোগ কি?

বালক / বালিকাদের জীবনীশক্তি অসীম, যেটি উদ্বেগ, ক্রোধ, আগ্রাসী মনোভাব এবং হতাশার প্রবণতা জাগাতে পারে।

উৎকর্ষ যোগা প্রোগ্রামের মাধ্যমে কিছু সহজ শ্বাস প্রক্রিয়া, গভীর উপলব্ধির ধারণা এবং শক্তিশালী সুদর্শন ক্রিয়া শেখানো হয় যেটি বালক/ বালিকাদের জীবনীশক্তিকে সদর্থক পথে চালিত করে। শান্ত ও আনন্দপূর্ণ মন তাদের মনঃসংযোগের উন্নতি ঘটায়, স্মৃতি শক্তি এবং একই সাথে মানসিক স্বচ্ছতার বিকাশ ঘটে । এটি বালক/ বালিকাদের দলবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা তৈরি করে এবং বিচক্ষণতার সঙ্গে সমস্যার সমাধান করতে প্রস্তুত করে।

একাত্মতা ও ঐক্যবদ্ধতার অনুভূতির সঙ্গে, আনন্দদায়ক ও আকর্ষণীয় পরিবেশের মধ্যে সামাজিক বন্ধনের শিক্ষা গ্রহণের ফল স্বরূপ বালক/ বালিকাদের সবচাইতে বড় প্রাপ্তি হ'ল তাদের মুখের হাসি এবং সদর্থক মন।

YouTube Thumbnail

প্রতিষ্ঠাতা

গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, সহিংসতামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

আরও জানুন

আমি এই কোর্সে যোগ দিতে চাই কিন্ত...

আপনি কি এই কর্মসূচি সম্পর্কে আরো কিছু বলতে পারেন?

প্রাচীন যোগাসন এবং ব্যায়ামের উপর ভিত্তি করে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের দ্বারা সংগঠিত এই উৎকর্ষ যোগ । ধ্যান, যোগাসন ও শ্বাস প্রক্রিয়ার দ্বারা শিক্ষা গ্রহণ করে বালক/ বালিকারা তাদের ভয়, উদ্বেগ, দুশ্চিন্তাকে জয় করে একটি পূর্ণ ও আত্মবিশ্বাসী জীবন লাভ করতে শেখে। তাদের আধ্যাত্মিকতা ও ভারতীয় ঐতিহ্যের সাথেও পরিচয় করানো হয়।

এই অভ্যাস কি আমার স্বাস্থ্যকে উন্নত করবে ?

হ্যাঁ, নিশ্চই! নিয়মিত সুদর্শন ক্রিয়ার অভ্যাসে ঘুমের উন্নতি হবে, শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা হ্রাস করবে। যারা এই কর্মশালাটি তে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন তাদের প্রশংসাপত্র গুলি তোমার পড়ে দেখার প্রয়োজন। অংশ গ্রহণের পূর্বেই তোমার শিক্ষক/ শিক্ষিকাকে কোন শারীরিক সমস্যা থাকলে অবশ্যই জানিয়ে রাখা আবশ্যক, তিনি তাঁর সর্বাধিক ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দ্বারা তোমাকে সহযোগিতা করতে পারবেন।

আপনার কেন অর্থ গ্রহণ করেন?

প্রথমতঃ, এটি নিশ্চিত করার জন্য যে তুমি এই কর্মশালায় তোমার সময় দেবে। দ্বিতীয়তঃ, প্রয়োজনীয় উন্নত জীবন শৈলীর শিক্ষা দেওয়া ব্যতীত, তোমার অনুদানে ভারতের নানা সেবামূলক প্রকল্প উপকৃত হবে। দৃষ্টান্ত স্বরূপ, ৭০,০০০ আদিবাসী শিশুদের বিদ্যালয়ে প্রেরিত করা, ৪৩টি নদীর পুনরুদ্ধার,২,০৪,৮০২ গ্রামীণ যুবকদের ইতিবাচক জীবিকা অর্জনে দক্ষ করা এবং ৭২০টি গ্রামে সৌর বিদ্যুতের সাহায্যে আলোর ব্যবস্থা করা।

আমার কোন মানসিক চাপ নেই তথাপি কেন আমি এই কর্মশালায় যোগ দেব?

তুমি যদি মানসিক চাপ গ্রস্থ না হয়ে থাকো খুবই ভালো! তুমি সর্বোচ্চ জীবন যাপন করছো। কিন্তু চিন্তা করো: তোমার যখন সব অর্থ নিঃশেষ হয়ে যাবে তখন কি তুমি অর্থ সঞ্চয় করতে শুরু করবে? অথবা যখন তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে তখন ব্যায়াম শুরু করবে? সেটি করবেনা তাইতো? সুতরাং কেমন হয় প্রয়োজনের পূর্বেই যদি তুমি তোমার আভ্যন্তরীণ দৃঢ়তা ও শক্তিকে সঞ্চয় করে রাখো? কিন্তু সবটাই তোমার উপর নির্ভর করছে। তুমি যতক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত না হচ্ছো অপেক্ষা করতে পারো এবং এই কর্মশালা তখনো তোমাকে সাহায্য করার জন্য পাশে থাকবে।