সামাজিক প্রভাব

সমাজকে শক্তিশালী করা ও জাতিকে রূপান্তরিত করা

দান করুন

প্রভাব

আমাদের প্রচেষ্টা মানসিক চাপমুক্তি ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সমাজকে শক্তিশালী করা।

icon

44 বছরের

সেবা

icon

80 কোটিরও বেশি

বিশ্বজুড়ে মানুষের জীবনে বদল আনা

icon

72 টি নদী/খাল

ভারতের পুনরুজ্জীবিত করা

icon

1,00,000+ শিশুকে

শিক্ষা প্রদান

icon

4,75,000+ মানুষের

জীবিকা নির্বাহের প্রশিক্ষণ

icon

30 লক্ষ কৃষককে

প্রাকৃতিক উপায় কৃষি প্রশিক্ষণ দেওয়া

সেবার প্রতি অঙ্গীকার আমাদের প্রথম এবং প্রধান অঙ্গীকার হলো পৃথিবীতে সেবা করা। যখন আপনি সেবাকেই জীবনের একমাত্র লক্ষ্য করে নেন, তখন তা ভয় দূর করে, মনের মধ্যে স্বচ্ছতা আনে, কাজে উদ্দেশ্যপূর্ণতা জাগায় এবং দীর্ঘমেয়াদি আনন্দ প্রদান করে।

- গুরুদেব শ্রীশ্রী রবি শঙ্কর