

অবৈতনিক বিদ্যালয়: ভারতের অতি প্রত্যন্ত কোণে শিক্ষা পৌঁছে দেওয়া
অসহায় ও বঞ্চিত শিশুদের জন্য দূরবর্তী আদিবাসী অঞ্চল, গ্রাম, শহর ও নগরে বিনামূল্যে সর্বাঙ্গীন শিক্ষা প্রদান।

পরিকল্পনা
- অভিভাবক ও প্রবীণদের শিক্ষা প্রদান
- শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া
- আনুষ্ঠানিক শিক্ষা সহ দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

প্রভাব
1,00,000+ শিশুদের সারা ভারত জুড়ে 1,327 অবৈতনিক বিদ্যালয়ে শিক্ষা দেওয়া হচ্ছে।

লিঙ্গ অনুপাত
আমাদের বিদ্যালয়গুলিতে লিঙ্গ অনুপাত জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
পর্যালোচনা
আমাদের লক্ষ্য হলো ভারতের অবহেলিত সম্প্রদায়ের শিশুদের একটি চাপমুক্ত পরিবেশে মূল্যবোধভিত্তিক সর্বাঙ্গীন শিক্ষা প্রদান করা। দ্য আর্ট অফ লিভিং সফলভাবে এমন শিক্ষামূলক প্রকল্প বাস্তবায়িত করেছে যা শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধকে সংযুক্ত করে এবং শিশুদের জন্য জীবিকা অর্জনের সুযোগ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে।দ্য আর্ট অফ লিভিং বর্তমানে ভারতের 22 টি রাজ্যে প্রায় 1,00,000+ শিশুদের জন্য সেবা প্রদান করে এমন 1,327 অবৈতনিক বিদ্যালয় পরিচালনা করছে।আমাদের শিক্ষাগত উদ্যোগগুলির মধ্যে রয়েছে:
- অবৈতনিক বিদ্যালয় সমূহ যা গ্রামীণ এলাকা, শহরের বস্তি এবং এমন প্রত্যন্ত উপজাতীয় অঞ্চলে পরিচালিত হয়, যেখানে সড়ক এবং বিদ্যুতের সুবিধা নেই।
- স্কুল দত্তক উদ্যোগ যেখানে আমরা সরকারী স্কুলগুলোকে পরিকাঠামো এবং মানবসম্পদে সহায়তা প্রদান করি।
- শহরের বস্তিতে অপরাধ ও আসক্তির সম্ভাবনাতে থাকা ছাত্রছাত্রীদের জন্য পরামর্শদানের প্রকল্প।
অবৈতনিক বিদ্যালয় স্থাপন ও পরিচালনার সময়, দ্য আর্ট অফ লিভিং এর দলটি অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এবং সেগুলো সমাধান করেছে। আমরা শিখেছি যে, শিশুদের শিক্ষা দেওয়া সম্ভবত পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ। তবে, পরিবেশের জনগণের মানসিকতা পরিবর্তন করা এবং তাদের শিক্ষার মূল্য বোঝাতে সাহায্য করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। এটি সেই বিশেষ অবদান, যা দ্য আর্ট অফ লিভিং মূল্যভিত্তিক শিক্ষার ক্ষেত্রে নিয়ে এসেছে।
বিনামূল্যে শিক্ষা
একটি ভবিষ্যত উপহার দিন
প্রতিটি শিশুর শিক্ষার অধিকার আছে। আপনি তাদের সহায়তা করতে পারেন।
এই স্কুলের (বেঙ্গালুরুর ফ্রি স্কুল) শিক্ষকমণ্ডলী সত্যিই খুব ভালো। আমার গ্রামের লোকেরা আমার ওপর এতটাই গর্বিত যে এখন ওরা স্কুলে বাচ্চাদের পাঠাতে ও আমাদের কথা শুনতে আগ্রহী।

প্রিয়াঙ্কা এ
বেঙ্গালুরুর মেট্রো লাইনের প্রথম মহিলা চালক, 'দ্য আর্ট অফ লিভিং' ফ্রি স্কুলের প্রাক্তন ছাত্রী
আমি যদি মেঘালয়েই থেকে যেতাম, তাহলে অল্প বয়সেই বিয়ে হয়ে যেত। এখানে এসে আমি শিক্ষা পেয়েছি, আর এখন মনে হচ্ছে আমি জীবনে কিছু একটা অর্জন করতে পারব।

রিডালিন লিংডো
বেঙ্গালুরুর 'দ্য আর্ট অফ লিভিং' ফ্রি স্কুলের প্রাক্তন ছাত্রী
আমি একজন রাজমিস্ত্রি। আমি আমার মেয়ের স্কুলের ফি দিতে পারি না। শ্রী শ্রী জ্ঞান মন্দির আমাকে সাহায্য করেছে আমার মেয়েকে বিনামূল্যে ও মূল্যভিত্তিক শিক্ষা দেওয়ার জন্য। চাপমুক্ত, ভালোবাসাপূর্ণ, কার্যকলাপভিত্তিক ও…

অজিত জাধব
অভিভাবক, শ্রী শ্রী জ্ঞান মন্দির, শিগনাপুর, তালুক – মান, জেলা – সাতারা
প্রতিবন্ধকতা
প্রায় 40% ভারতীয় জনসংখ্যা 18 বছরের নিচে। 2010 সালের এপ্রিল মাসে ভারত সেই 135 দেশের মধ্যে যোগ দিল যারা প্রতিটি শিশুর জন্য শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার অধিকার বাস্তবায়ন করা এবং প্রায় 50 কোটি মানুষের জন্য শিক্ষা প্রদান করা একটি বড় চ্যালেঞ্জ।দ্য আর্ট অফ লিভিং এই চ্যালেঞ্জটি সরকার এবং অন্যান্য সংস্থার সঙ্গে ভাগ করে নিয়েছে যাতে দেশের সবচেয়ে যোগ্য শিশুরা এবং যুবকরা শিক্ষার সুযোগ পেতে পারে। অনুমান করা হয় যে, যদিও প্রায় 96% ভারতীয় শিশু প্রাথমিক শিক্ষা শুরু করে, মাত্র 72% অষ্টম শ্রেণি শেষ করে এবং কেবলমাত্র 37% দশম শ্রেণি সমাপ্ত করতে পারে।
আমাদের কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে:
- বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যার কারণে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে ভর্তি করান না।
- শিশুরা কিছু সময় স্কুলে পড়াশোনা করার পর গৃহস্থালীর চাপের কারণে স্কুল ছেড়ে দেয়।
- ছাত্রদের পড়াশোনার ফলাফল ও দক্ষতা সময়ের সাথে হ্রাসপ্রাপ্ত হয় কারণ তারা ব্যক্তিগত, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়।
- শিক্ষকরা অন্যত্র ভালো সুযোগের জন্য চাকরি ছেড়ে দিতে পারেন।
আমরা এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য নতুন ও সৃজনশীল সমাধান খুঁজে পেয়েছি। আমাদের এই ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবিলা করার কৌশল একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে, যা শুধু শিশুদেরই নয়, তাদের অভিভাবক, গোটা সম্প্রদায় এবং শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করে।
≈ 66%
* 2016 সালে শিক্ষার হার
ভারতে স্বল্পশিক্ষিত
যাদের স্কুলশিক্ষা 5 বছরেরও কম
≤ 37%
প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া
শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ
দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারে।
শিক্ষা হলো সভ্যতার সর্বশ্রেষ্ঠ সমতাসূচক শক্তি। এটি দুর্বলতম মানুষকেও শক্তি জোগাতে পারে, পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারে এবং দারিদ্র্য দূর করতে সক্ষম। সুখের সন্ধানে এটি প্রায়শই একমাত্র আলোকিত পথ হিসেবে বিবেচিত হয়।
- গুরুদেব শ্রী শ্রী রবিশংকর
পরিকল্পনা
আমাদের শিক্ষা প্রকল্পগুলোর জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে এবং পরিশীলিত হয়েছে। এই পরিকল্পনাটা তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত:
সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা: দ্য আর্ট অফ লিভিং সক্রিয়ভাবে সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে, যাতে শিশুরা বিদ্যালয়ে টিকে থাকে। আমরা শিশুদের পড়াশোনা শুরু হবার আগেই অভিভাবক এবং পরিবারের অন্যান্য সদস্যদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করি। বিদ্যালয়ের শিক্ষকরা সম্প্রদায় থেকেই নির্বাচিত হন এবং যথাযথভাবে প্রশিক্ষিত হন, যাতে সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় থাকে। এর ফলে বিদ্যালয় ত্যাগের হার কমে যায়।
বিনামূল্যে শিক্ষা প্রদান: আমাদের বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই প্রথম প্রজন্মের শিক্ষার্থী, যারা চরম দারিদ্র্যের পটভূমি থেকে আসে।দ্য আর্ট অফ লিভিং বঞ্চিত এবং অসুরক্ষিত সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে মূল্যভিত্তিক শিক্ষা প্রদান করে এবং একই সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাধাগুলো মোকাবিলা করে, যা শিশুদের বিদ্যালয় থেকে দূরে রাখে।
মূল্যভিত্তিক শিক্ষা: দ্য আর্ট অফ লিভিং এর বিদ্যালয়গুলো একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে। আমাদের শিক্ষা নীতির একটি প্রধান লক্ষ্য হলো আনুষ্ঠানিক শিক্ষার সঙ্গে জীবনমুখী দক্ষতা যুক্ত করা, যার মধ্যে রয়েছে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ তৈরি, আন্তঃব্যক্তিক দক্ষতা গড়ে তোলা এবং ধ্যানপ্রযুক্তির মাধ্যমে আধ্যাত্মিক বিকাশের পাশাপাশি মানবিক মূল্যবোধের ভিত্তি স্থাপন। এর ফলে পারিবারিক মূল্যবোধ আরও দৃঢ় হয় এবং প্রগতিশীল মানসিকতার কারণে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা হ্রাস পায়।

সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততা
সম্প্রদায় থেকেই শিক্ষক নির্বাচন ও প্রশিক্ষণ

বিনামূল্যে শিক্ষা প্রদান
অধিকাংশ শিশুই প্রথম প্রজন্মের শিক্ষার্থী

মূল্যভিত্তিক পদ্ধতি
ধ্যানপ্রযুক্তির মাধ্যমে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, আন্তঃব্যক্তিক দক্ষতা এবং আধ্যাত্মিক সক্ষমতা বিকাশ করা
প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষা
এপর্যন্ত, দ্য আর্ট অফ লিভিং 1,00,000+ -এরও বেশি শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান করেছে। তাদের মধ্যে অধিকাংশই প্রথম প্রজন্মের শিক্ষার্থী।
প্রভাব
এই ক্ষেত্রে আমাদের অবিচ্ছিন্ন প্রচেষ্টার ফলে, আজ দ্য আর্ট অফ লিভিং ভারতের 22 টি রাজ্যের উপজাতি অঞ্চল, গ্রামীণ এলাকা এবং শহরের বস্তি অঞ্চলে প্রায় 1,00,000+ শিশুকে সেবা প্রদানকারী 2,032 অবৈতনিক বিদ্যালয় পরিচালনা করছে।আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো :
- অধিকাংশ শিশুই প্রথম প্রজন্মের শিক্ষার্থী।
- আমাদের অনেক বিদ্যালয় এমন এলাকায় অবস্থিত যেখানে সরকারি স্কুল নেই।
- শিক্ষার্থীদের পোশাক, জুতো, বই, লেখার সামগ্রী, বাস পরিষেবা এবং মধ্যাহ্নভোজ প্রদান করা হয়।
- আমরা স্বাস্থ্যকর দেহ ও সুস্থ মন গড়ে তুলতে যোগ, ধ্যান, ক্রীড়া এবং নৃত্য, সঙ্গীত, অঙ্কন ও চিত্রকলার মতো সৃজনশীল ক্রিয়াকলাপ শেখাই।
- আমাদের বিদ্যালয়ের লিঙ্গ অনুপাত 48 মেয়ে : 52 ছেলে, যা জাতীয় গড়ের চেয়ে বেশি।
- এপর্যন্ত আমরা প্রায় 2,000+ জন শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি।
1,00,000+
শিক্ষার্থীকে
বিনামূল্যে শিক্ষা প্রদান করা হচ্ছে
1,327
অবৈতনিক বিদ্যালয়
ভারতের 22 টি রাজ্যে পরিচালনা করা হচ্ছে
2,000+
জন শিক্ষককে
এপর্যন্ত প্রায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে
48 : 52
মেয়েদের এবং ছেলেদের অনুপাত
যা জাতীয় গড়ের চেয়ে বেশি
আমাদের প্রকল্পের অংশ হোন
গিফট এ স্মাইল
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের শিক্ষা কার্যক্রম হলো আমাদের সবচেয়ে বড় প্রকল্পগুলোর মধ্যে একটি। যদি আপনি কোনো সমাজে দীর্ঘস্থায়ী সংস্কার আনতে চান, তাহলে শিক্ষা হলো তার মূল উপায়।