A young woman meditating on a bench in the woods

অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম

গভীর বিশ্রাম গতিশীলতার প্রদর্শক

গভীর নীরবতার • প্রগাঢ় ধ্যান • অধিক স্ফূর্তি

*আপনার অনুদান নানাবিধ সামাজিক প্রকল্পকে সাহায্য করে

রেজিস্টার করুন

এই কর্মশালা থেকে আমি কি পাব?

icon

গভীর ধ্যানের অভিজ্ঞতা

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর দ্বারা পরিচালিত ধ্যান যেগুলিকে "Hollow and Empty" বলা হয় সেগুলি এই কর্মশালার মূল অংশ। এই ধ্যান গুলি আপনাকে অগাধ বিশ্রাম প্রদান করবে।

icon

নীরবতার গভীরতা অন্বেষণ করুন

আপনি আপনার গতানুগতিক সক্রিয় মনকে অতিক্রম করুন এবং এক অসাধারণ শান্তিপূর্ণ অবস্থার অভিজ্ঞতা লাভ করুন। এখান থেকে আপনি পুনরুজ্জীবিত জীবনীশক্তি সঞ্চয়ে সক্ষম হবেন।

icon

মানসিক চাপ থেকে অব্যাহতি লাভ

ধ্যান আপনার স্নায়ুতন্ত্র থেকে চাপের গভীরতম স্তর গুলিকে নিঃশেষিত করে। আপনি আপনার অভিজ্ঞতার প্রভাবগুলি থেকে মুক্ত হয়ে নিজস্ব সত্তাকে পুনরুজ্জীবিত করে তুলতে সক্ষম হন।

icon

রোগ প্রতিরোধ ক্ষমতাকে বর্ধিত করে

ধ্যান স্নায়ুতন্ত্রকে প্রশমিত করে এবং শরীরে শক্তিকে স্বচ্ছন্দে প্রবাহিত করতে সাহায্য করে, যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রলম্বিত করে।

icon

সৃজনশীলতা উন্মোচিত হয়

সৃজনশীলতার প্রধান উৎস নীরবতা। এই কার্যক্রম আপনাকে মানসিক চাপান উতোর থেকে দূরে সরিয়ে গভীর বিশ্রামের পর্যায় নিয়ে যায়। যেখানে আপনার সুপ্ত প্রতিভা ও দক্ষতার আবির্ভাব ঘটতে থাকে।

icon

পর্যাপ্ত শক্তি বা উদ্দীপনার অভিজ্ঞতা সঞ্চয়

এই কর্মসূচির পদ্ধতিগুলি আপনার দেহে ও মনে জীবনীশক্তির বৃদ্ধি ঘটায়। প্রাণশক্তি যখন বর্ধিত হয় আপনার মন তখন শান্ত ও ইতিবাচক হয়ে ওঠে।

অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রামে কেন অংশ গ্রহণ করা উচিৎ?

অন লাইন ধ্যান ও শ্বাস প্রক্রিয়ার কর্মশালায় সুদর্শন ক্রিয়ার মাধ্যমে আপনি আভ্যন্তরীণ শান্তির ঝলক অনুভব করেছেন। কিভাবে এটিকে ধরে রাখবেন এবং আপনি এই শান্তিপূর্ণ অভিজ্ঞতার আরো গভীরে প্রবেশ করবেন?

আমাদের পরবর্তী কর্মসূচি অ্যাডভান্স কোর্সের দ্বারা এটি সম্ভব। এইটি আপনার ধ্যানের অভ্যাস ও অভিজ্ঞতাকে আরো উচ্চ স্তরে পৌঁছে দেবে। এখানে আপনাকে আমরা আধ্যাত্মিক নীরবতার সঙ্গে যোগসূত্র স্থাপন করাবো, যেটি আপনাকে গভীর বিশ্রাম প্রদান ও উদ্বেগহীন করে তুলবে। নিস্ক্রিয় হয়ে থাকা এবং কিছু দিনের জন্য নিশ্চুপ হয়ে থাকা কারো পক্ষে সহজ নয়। সুতরাং এই কর্মসূচিতে ধারাবাহিক ভাবে সাজানো কিছু ধ্যানের প্রক্রিয়ার মাধ্যমে আমরা আপনাকে গভীর শান্তিপূর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাব। আপনি আপনার প্রকৃত সম্ভাবনাকে উন্মোচিত করতে পারবেন, আপনার প্রকৃত সত্তার ঝলক পাবেন এবং পূর্ণ উদ্দীপনা অনুভূত হবে। বিশ্বের সম্মুখীন হওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত হতে পারবেন।

এখানে পূর্ব শর্ত কি কিছু রয়েছে?

    • আপনার বয়স ১৮ বছরের উপর হওয়া বাঞ্ছনীয়।
    • আপনাকে অবশ্যই অন অনলাইন মেডিশন এন্ড বৃৎ ওয়ার্কশপ / হ্যাপিনেস প্রোগ্রাম ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।
    • আপনি যে ক' দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনার অন্যান্য কার্য থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কারণ স্বরূপ, আপনি সম্পূর্ণভাবে এই কর্মসূচিতে নিমজ্জিত হতে পারবেন এবং গভীর বিশ্রাম লাভ করবেন যেটি আপনার প্রাপ্য।

প্রতিষ্ঠাতা

গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, সহিংসতামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

আরও জানুন

আমি এই কোর্স টি করতে ইচ্ছুক কিন্তু ...

আমি হ্যাপিনেস প্রোগ্রাম করেছি এবং এটি করে আমি খুশি। অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম করে ধ্যানে পারদর্শী হওয়ার আমার কোন ইচ্ছে নেই। সর্বোপরি, আমি একজন যোগী হতে চাই না।

ছ' মাস অথবা বারোমাস অন্তর যেমন তোমার গাড়ি সংস্কার করা দরকার, সেইরূপ তোমার দেহ ও মনের জন্যও কখনো কখনো প্রয়োজন তাকে পুনরুজ্জীবিত ও সংস্কার করার। অ্যাডভান্স মেডিটেশনের কর্মসূচি তোমার শক্তি এবং খুশিকে ত্বরান্বিত করবে, যেটি তুমি OMBW/ হ্যাপিনেস প্রোগ্রামে প্রাপ্ত করেছো। গভীর ধ্যানের মাধ্যমে তুমি গভীর বিশ্রাম লাভ করবে, প্রকৃতপক্ষে তোমাকে কোন যোগী হতে হবে না। বহু মানুষ এই প্রোগ্রামে প্রগাঢ় বিশ্রাম লাভ করার জন্য বহুবার যোগদান করেন; এবং এই কার্যক্রমে যারা যতবার যোগদান করেন ততবারই অনুপম অন্তর্দৃষ্টি লাভের দ্বারা উপকৃত হন।

আমি মনে করি আমার বয়স অনুযায়ী এখনো গভীর ধ্যান করার পর্যায়ে আমি পৌঁছোইনি, আমার বয়স মাত্র কুড়ি। এবং এই পর্যায়ে আমি এখনো ততধিক মানসিক চাপ গ্রস্থ নি যে আমাকে এতখানি ধ্যান করতে হবে।

এটি খুব ভালো যে এই মুহূর্তে তুমি মানসিক চাপ গ্রস্থ নও। কিন্তু সময় এবং বয়সের সাথে সাথে তোমার কাজ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। তুমি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে এবং তখন মোকাবেলা করবে নিজেকে প্রস্তুত করার জন্য, এই পরিকল্পনাটি কি যথার্থ? প্রকৃতপক্ষে বছরের শেষে তোমার বার্ষিক পরীক্ষা আসার পূর্ব পর্যন্ত নিশ্চই তুমি তোমার পড়াশোনার জন্য অপেক্ষা করবেনা, তুমি কি তাই করো? তুমি উপার্জন শুরু করার আগেই নিশ্চই তোমার সুরক্ষিত অর্থ ব্যয় করে ফেলবে না, পূর্বেই তার প্রস্তুতি নেবে। সেইরূপ এটি কেমন হয় যদি তোমার আভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা ও শক্তিকে ধরে রাখার জন্য কিছু পদ্ধতির আশ্রয় নাও যেগুলি তোমাকে শিক্ষা দেবে কিভাবে মানসিক চাপগ্রস্ত হওয়ার আগেই তার সাথে মোকাবেলা করা যায়?

আমার বয়স কি এই কর্মসূচিতে যোগদানের জন্য অধিক নয় ? আমার ৬৫ বছর বয়স, আমি মনেকরি আমার পক্ষে বসা সম্ভব নয়।

এই কার্যক্রম আপনাকে কিছু শ্বাসের প্রক্রিয়া শেখাবে যেটি আপনার শক্তিকে বৃদ্ধি করতে সহায়তা করবে। অর্থবহ ও আভ্যন্তরীণ নিঃস্তব্ধতার মধ্য দিয়ে আপনি গভীর বিশ্রাম উপভোগ করবেন। এই স্বাভাবিক পদ্ধতিগুলি আপনাকে আরো শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলবে। বয়স এখানে কোন বাধা নয়।

এই কর্মসূচী মৌনতা প্রসঙ্গে অধিক বার্তা দেয়। আমি কি আমার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো? বৈদ্যুতিক যোগাযোগের মাধ্যমে কি সম্ভব?

এই কার্যক্রম থেকে পর্যাপ্ত উপকারিতা লাভ করার জন্য আমরা আপনাকে উপদেশ দেবো যতটা সম্ভব সবরকম টেক্সট, মেল করা বা মৌখিক বার্তালাপ থেকে নিজেকে দূরে রাখা। এটি আপনাকে যথেষ্ট সময় দেবার একটি পরিকল্পনা, যাতে আপনি আপনার গভীরে প্রবেশ করে অন্বেষণ করতে পারেন এবং নিজেকে আবিষ্কার করতে পারেন। এটি শুনতে যতখানি মনে হচ্ছে তদপেক্ষা অধিক সরল।

বিপাশনা মেডিটেশন এবং এই মেডিটেশন কি এক?

না, অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম (AMP) এবং বিপাশনা মেডিটেশন এক নয়। AMP-র অভিজ্ঞতা প্রবলভাবে কার্যকরী একটি অভিজ্ঞতা হিসেবে বিবেচিত যেটি মানুষকে অভ্যন্তরে ও গভীরে পৌঁছে দিয়ে তার জীবনকে পরিবর্তিত করে তোলে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স (AIIMS)সহ প্রথিতযশা অনেক প্রাতিষ্ঠানিক গবেষণায় প্রতিষ্ঠিত হয়েছে যে, আমরা যে পদ্ধতিগুলি অনুসরণ করছি, সেগুলি আমাদের মানসিক সতর্কতা জাগ্রত করতে সহায়ক হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, জীবনের মান বাড়াতে সাহায্য করে।

দিনে কত ঘন্টা এই কার্যক্রমের জন্য আমাকে সময় দিতে হবে?

এই কর্মশালা পুরো তিনটি দিনের, এটি শুরু হয় সকাল ছ' টা অথবা সাতটায় এবং সমাপ্ত হয় সন্ধ্যা আটটা বা ন' টায়। সুতরাং আপনার ধারাবাহিক কর্মজীবন থেকে বিরতি নিয়ে এই তিন দিনের জন্য আপনি প্রস্তুত হয়ে আসুন, এবং নিজেকে ছুটি উপহার দিন।

এরমধ্যে আমি কতগুলি বিরতি পাব?

সমগ্র কর্মসূচিটিই এইভাবে প্রস্তুত করা হয়েছে যাতে আপনি প্রাত্যহিক জীবন থেকে ছুটি পান। এরমধ্যে নিশ্চই আমাদের খাদ্য গ্রহণ, শৌচালয় ইত্যাদির জন্য সংক্ষিপ্ত সময়ের বিরতি থাকবে।

এই কর্মসূচীতে কি আমাকে কোন মন্ত্র দেওয়া হবে?

কোন ব্যক্তিগত মন্ত্র ব্যতীত এই কার্যপ্রণালীতে অনুক্রমিক কিছু নির্দেশিত ধ্যান রয়েছে। যদি আপনি কোন মন্ত্র মেডিটেশনের জন্য উৎসাহিত থাকেন আমাদের সহজ সমাধি ধ্যান যোগ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন।

চিকিৎসা সংক্রান্ত কিছু পরিস্থিতি কি আমার অংশ গ্রহণের ক্ষেত্রে বাধা হতে পারে?

আপনি যদি OMBW/ Happiness Program করতে সক্ষম হয়েছেন তাহলে অ্যাডভান্স কোর্স করার ক্ষেত্রে কোন বাধা থাকার কারণ নেই। তৎসত্ত্বেও, যদি কোন শারীরিক বা মানসিক অসুবিধা থাকে আপনার শিক্ষক/ শিক্ষিকা কে জানিয়ে রাখা শ্রেয়।

এই কর্মশালায় অংশগ্রহণের জন্য আমাকে কি শাকাহারী হতে হবে?

একেবারেই নয়। এই প্রোগ্রামে খাদ্যের নির্বাচন কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। তথাপি, এই কার্যক্রম চলাকালীন আমরা আপনাকে হালকা, শাকাহারী খাদ্য গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকি।

আমি একটি নতুন পদ্ধতির কথা শুনেছি যেটিকে বলা হয় সুদর্শন চক্র ক্রিয়া। এটি কি এই কর্মসূচির অন্তর্গত?

এই শক্তিশালী পদ্ধতিটি শিখবার জন্য আপনাকে একটি অ্যাডভান্স কোর্সে (AMP) যোগ দিতে হবে। বিনামূল্যে,আপনার প্রত্যেক দিনের অভ্যাসের এটি একটি উন্নত প্রক্রিয়া। এই কার্যক্রম শেষ করার পর আপনি আপনার শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।