
অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম
গভীর বিশ্রাম গতিশীলতার প্রদর্শক
গভীর নীরবতার • প্রগাঢ় ধ্যান • অধিক স্ফূর্তি
*আপনার অনুদান নানাবিধ সামাজিক প্রকল্পকে সাহায্য করে
রেজিস্টার করুনএই কর্মশালা থেকে আমি কি পাব?

গভীর ধ্যানের অভিজ্ঞতা
গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর দ্বারা পরিচালিত ধ্যান যেগুলিকে "Hollow and Empty" বলা হয় সেগুলি এই কর্মশালার মূল অংশ। এই ধ্যান গুলি আপনাকে অগাধ বিশ্রাম প্রদান করবে।

নীরবতার গভীরতা অন্বেষণ করুন
আপনি আপনার গতানুগতিক সক্রিয় মনকে অতিক্রম করুন এবং এক অসাধারণ শান্তিপূর্ণ অবস্থার অভিজ্ঞতা লাভ করুন। এখান থেকে আপনি পুনরুজ্জীবিত জীবনীশক্তি সঞ্চয়ে সক্ষম হবেন।

মানসিক চাপ থেকে অব্যাহতি লাভ
ধ্যান আপনার স্নায়ুতন্ত্র থেকে চাপের গভীরতম স্তর গুলিকে নিঃশেষিত করে। আপনি আপনার অভিজ্ঞতার প্রভাবগুলি থেকে মুক্ত হয়ে নিজস্ব সত্তাকে পুনরুজ্জীবিত করে তুলতে সক্ষম হন।

রোগ প্রতিরোধ ক্ষমতাকে বর্ধিত করে
ধ্যান স্নায়ুতন্ত্রকে প্রশমিত করে এবং শরীরে শক্তিকে স্বচ্ছন্দে প্রবাহিত করতে সাহায্য করে, যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রলম্বিত করে।

সৃজনশীলতা উন্মোচিত হয়
সৃজনশীলতার প্রধান উৎস নীরবতা। এই কার্যক্রম আপনাকে মানসিক চাপান উতোর থেকে দূরে সরিয়ে গভীর বিশ্রামের পর্যায় নিয়ে যায়। যেখানে আপনার সুপ্ত প্রতিভা ও দক্ষতার আবির্ভাব ঘটতে থাকে।

পর্যাপ্ত শক্তি বা উদ্দীপনার অভিজ্ঞতা সঞ্চয়
এই কর্মসূচির পদ্ধতিগুলি আপনার দেহে ও মনে জীবনীশক্তির বৃদ্ধি ঘটায়। প্রাণশক্তি যখন বর্ধিত হয় আপনার মন তখন শান্ত ও ইতিবাচক হয়ে ওঠে।
অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রামে কেন অংশ গ্রহণ করা উচিৎ?
অন লাইন ধ্যান ও শ্বাস প্রক্রিয়ার কর্মশালায় সুদর্শন ক্রিয়ার মাধ্যমে আপনি আভ্যন্তরীণ শান্তির ঝলক অনুভব করেছেন। কিভাবে এটিকে ধরে রাখবেন এবং আপনি এই শান্তিপূর্ণ অভিজ্ঞতার আরো গভীরে প্রবেশ করবেন?
আমাদের পরবর্তী কর্মসূচি অ্যাডভান্স কোর্সের দ্বারা এটি সম্ভব। এইটি আপনার ধ্যানের অভ্যাস ও অভিজ্ঞতাকে আরো উচ্চ স্তরে পৌঁছে দেবে। এখানে আপনাকে আমরা আধ্যাত্মিক নীরবতার সঙ্গে যোগসূত্র স্থাপন করাবো, যেটি আপনাকে গভীর বিশ্রাম প্রদান ও উদ্বেগহীন করে তুলবে। নিস্ক্রিয় হয়ে থাকা এবং কিছু দিনের জন্য নিশ্চুপ হয়ে থাকা কারো পক্ষে সহজ নয়। সুতরাং এই কর্মসূচিতে ধারাবাহিক ভাবে সাজানো কিছু ধ্যানের প্রক্রিয়ার মাধ্যমে আমরা আপনাকে গভীর শান্তিপূর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাব। আপনি আপনার প্রকৃত সম্ভাবনাকে উন্মোচিত করতে পারবেন, আপনার প্রকৃত সত্তার ঝলক পাবেন এবং পূর্ণ উদ্দীপনা অনুভূত হবে। বিশ্বের সম্মুখীন হওয়ার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত হতে পারবেন।
এখানে পূর্ব শর্ত কি কিছু রয়েছে?
-
- আপনার বয়স ১৮ বছরের উপর হওয়া বাঞ্ছনীয়।
- আপনাকে অবশ্যই অন অনলাইন মেডিশন এন্ড বৃৎ ওয়ার্কশপ / হ্যাপিনেস প্রোগ্রাম ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে।
- আপনি যে ক' দিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনার অন্যান্য কার্য থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কারণ স্বরূপ, আপনি সম্পূর্ণভাবে এই কর্মসূচিতে নিমজ্জিত হতে পারবেন এবং গভীর বিশ্রাম লাভ করবেন যেটি আপনার প্রাপ্য।
জীবন পরিবর্তনের অভিজ্ঞতা
এটি আসলে আমাদের দেহ ও মনের জন্য একটি বার্ষিক মেরামত কর্মসূচি (এএমপি)। পূর্ণাঙ্গ বিশ্রাম এবং সতেজ হওয়ার জন্য এই প্রোগ্রামটি সেরা ছুটি।

সুলক্ষণা ডি
কাউন্সেলর
এএমপি করার পর আমি আমার আচরণ এবং কাজে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করি। আমি আমার বুদ্ধি ও আবেগের ওপর নিয়ন্ত্রণ বা ভারসাম্য পেয়েছি। সব মিলিয়ে, এই কর্মশালাটি আমাকে আরও উন্নত…

স্রেয়োশি সুর
ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ডিজাইনার, নয়াদিল্লি
মনে হয়েছিল যেন আমার ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। মাঝে মাঝে আমি ‘রাইটার্স ব্লক’ (লেখার ক্ষমতা হারিয়ে ফেলা) এবং অনিদ্রায় ভুগতাম। কিন্তু অ্যাডভান্সড কোর্সের গভীর ধ্যানের পরে, আমি শান্তিতে ঘুমাই এবং…

সুরজ দুসেজা
লেখক, বেঙ্গালুরু
প্রতিষ্ঠাতা
গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর
গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, সহিংসতামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
আমি এই কোর্স টি করতে ইচ্ছুক কিন্তু ...
আমি হ্যাপিনেস প্রোগ্রাম করেছি এবং এটি করে আমি খুশি। অ্যাডভান্সড মেডিটেশন প্রোগ্রাম করে ধ্যানে পারদর্শী হওয়ার আমার কোন ইচ্ছে নেই। সর্বোপরি, আমি একজন যোগী হতে চাই না।
আমি মনে করি আমার বয়স অনুযায়ী এখনো গভীর ধ্যান করার পর্যায়ে আমি পৌঁছোইনি, আমার বয়স মাত্র কুড়ি। এবং এই পর্যায়ে আমি এখনো ততধিক মানসিক চাপ গ্রস্থ নি যে আমাকে এতখানি ধ্যান করতে হবে।
এটি খুব ভালো যে এই মুহূর্তে তুমি মানসিক চাপ গ্রস্থ নও। কিন্তু সময় এবং বয়সের সাথে সাথে তোমার কাজ এবং দায়িত্ব বৃদ্ধি পাবে। তুমি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে এবং তখন মোকাবেলা করবে নিজেকে প্রস্তুত করার জন্য, এই পরিকল্পনাটি কি যথার্থ? প্রকৃতপক্ষে বছরের শেষে তোমার বার্ষিক পরীক্ষা আসার পূর্ব পর্যন্ত নিশ্চই তুমি তোমার পড়াশোনার জন্য অপেক্ষা করবেনা, তুমি কি তাই করো? তুমি উপার্জন শুরু করার আগেই নিশ্চই তোমার সুরক্ষিত অর্থ ব্যয় করে ফেলবে না, পূর্বেই তার প্রস্তুতি নেবে। সেইরূপ এটি কেমন হয় যদি তোমার আভ্যন্তরীণ স্থিতিস্থাপকতা ও শক্তিকে ধরে রাখার জন্য কিছু পদ্ধতির আশ্রয় নাও যেগুলি তোমাকে শিক্ষা দেবে কিভাবে মানসিক চাপগ্রস্ত হওয়ার আগেই তার সাথে মোকাবেলা করা যায়?