Cute little boy in a white shirt and dark blue jeans is thinking holding his finger near his cheek. Decision making concept. A concrete wall background with a cog brain sketch on it.

ইনটিউশন প্রসেস শিখুন

শিশু এবং কিশোর কিশোরীদের জন্য বিশ্বের সর্বপ্রথম ইনটিউশন বা প্রত‍্যক্ষ জ্ঞানের প্রোগ্রাম

আপনাদের শিশুদের তাদের নিজেদের মনের দায়িত্ব নেওয়ার জন্য সাহায্য করছে প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে ৪০ বছরেরও বেশি অভিজ্ঞতা।

ইনটিউশন প্রসেস

এই প্রমাণিত প্রক্রিয়া গুরুদেব শ্রী শ্রী রবিশংকরের পরিকল্পিত, যার মাধ্যমে শিশু এবং কিশোর-কিশোরীদের সহজাত জ্ঞান পুষ্ট করা যায়, তাদের নিজস্ব গন্ডি ভেঙ্গে বেরিয়ে আসতে সাহায্য করা হয় এবং যে কোনো ব‍্যাপারে জেতার বিশ্বাসে ভরপুর করে তোলা হয়। আপনাদের সময়সূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে তিন সপ্তাহান্তে মাত্র ২১ ঘন্টায় এই প্রক্রিয়া আপনাদের সন্তানদের উদ্বুদ্ধ করে।

পিতা-মাতা ও পুত্র-কন্যা দুপক্ষেরই জিত

অভিভাবকেরা চাপমুক্ত। সন্তানেরা অধিক আনন্দিত।

icon

ডিজিটাল ডিস্ট্র‍্যাকশনের ক্ষেত্রে উত্তম ব‍্যবস্থাপনা

মনোযোগের সময়কালের উন্নতি সাধন এবং অধিক একাগ্রতা

icon

ষষ্ঠ ইন্দ্রিয়ে প্রবেশাধিকার

প্রত‍্যক্ষ জ্ঞান হলো সঠিক সময়ে সঠিক চিন্তার মাধ্যমে শ্রেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা। আপনার সন্তান এই শক্তিতে প্রবেশাধিকার পাবে।

icon

পরীক্ষার ভীতি ও স্নায়বিক দুর্বলতা জয় করা

আস্থা অর্জন করিয়ে চাপের মধ্যে দুশ্চিন্তা ও উদ্বেগ মুক্ত হয়ে কাজ করতে উৎসাহিত করা। অধিক সৃজনশীলতা আনা।

icon

ঘরে এবং স্কুলে সকলের সঙ্গে সুসম্পর্ক

যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করে তর্ক এবং বিবাদ কমাতে সাহায্য করা।

icon

ভবিষ্যতের সংগ্রামে জয়ের জন্য প্রস্তুত করা

সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা ও মানসিক বুদ্ধিমত্তার উন্মেষ ঘটিয়ে আপনার সন্তানদের নিজেদের গন্ডির বাইরে যেতে অনুপ্রাণিত করা।

icon

সরাসরি ব‍্যক্তিগত ভাবে সহায়তা করা

শ্রেষ্ঠ স্তরের শিক্ষকদের দ্বারা ফলোআপ সেশন করিয়ে যে পদ্ধতিগুলো শেখানো হয়েছে সেগুলো আপনার সন্তান ঠিকমতো করছে কিনা তা নিশ্চিত করা।

icon

অলসতা ও অস্থিরতা দূর করা

আপনার সন্তানের মধ্যে আভ্যন্তরীণ সম্ভাবনাকে শক্তিশালী করে, কর্ম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তাকে পূর্ণ রূপে সক্রিয় করে তোলা।

icon

আত্মসংশয় থেকে আত্মবিশ্বাসের পথে উপনীত হওয়া

“আমি পারবো না“ থেকে “আমি পারবো“ তে উত্তরণ

ছেলেমেয়েরা দৈনন্দিন রুটিন এমনভাবে আয়ত্ত করে যা তাদের দশগুণ দ্রুত ভাবে ফলাফল অর্জন করতে পরিচালিত করে


দ‍্য আর্ট অফ লিভিং এর “ইনটুইশন প্রসেস” প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতার মাধ্যমে আপনার সন্তানের আভ্যন্তরীণ সম্ভাবনাকে পূর্ণ রূপে বিকশিত করতে সাহায্য করে । প্রাচীন বৈদিক প্রজ্ঞার উপর ভিত্তি করে যে সকল পদ্ধতি আছে , যা প্রাকৃতিক এবং আক্রমণাত্মক নয়; তার নির্দেশ অনুযায়ী আপনার সন্তান আত্মবিশ্বাস, স্বচ্ছতা এবং প্রাণোচ্ছলতার সঙ্গে জীবনের সকল সমস্যার সম্মুখীন হতে সক্ষম হবে।

এই প্রোগ্রাম তাদের গড়ে তুলবে যেমন তারা হতে চায় - বুদ্ধিমত্তার দিক দিয়ে তীক্ষ্ণ, আবেগগতভাবে সামঞ্জস্যপূর্ণ এবং সামাজিকভাবে আত্মবিশ্বাসে ভরপুর। তাদের মধ্যে অতুলনীয় প্রবক্তার মানসিকতাকে পুষ্ট করে আত্মবোধের দৃঢ় বিকাশ ঘটাবে। তারা সক্ষম সিদ্ধান্ত নিতে পারবে এবং জীবনের যেকোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে।

এর পরিণাম? আমরা এই দ্রুত গতিময় পরিবর্তনশীল বিশ্বে সাফল্যের উন্মেষ ঘটাতে ভবিষ্যতের জন‍্য প্রস্তুত প্রত‍্যক্ষজ্ঞানপূর্ণ নেতা এবং নেত্রীদের পাবো।

কি আছে এই প্রোগ্রামে?

 

অকৃত্রিম এবং প্রমাণসিদ্ধ পদ্ধতিগুলো শেখার সুযোগ

  • সুদর্শন ক্রিয়া

    সুদর্শন ক্রিয়ার মাধ্যমে সঠিক শ্বাস-প্রশ্বাসের উপকারিতা পাবেন

  • রোজ 20 মিনিটের অভ্যাস

    সহজাত জ্ঞানের উন্মেষ ঘটাতে সহজ ও কার্যকরী দৈনিক চর্চা

  • চ‍্যাম্পিয়ন হওয়ার প্রক্রিয়া

    সোনার পদক বিজয়ীর মানসিকতা গঠন

  • শক্তিপ্রদানকারী প্রক্রিয়া

    নিজের দেহ ও মনের স্বাভাবিক সম্ভাবনার উৎকর্ষতার প্রকাশ ঘটানো

কিশোর-কিশোরীদের আরও বেশি শেখার সুবিধা

  • আত্মবিশ্বাসে ভরপুর করা

    প্রতিদিন সহজ পন্থায় নিজেকে সক্ষম বোধ করা

  • মানসিক পুনর্গঠন

    নেতিবাচক চিন্তার থেকে মুক্ত হয়ে চাপ ও দুশ্চিন্তা দূর করা

  • সামাজিক দায়বদ্ধতার ক্লান্তি দূর করা

    সামাজিক দক্ষতার বিকাশ ঘটিয়ে তাকে আরও শক্তিশালী করা

  • মনের সম্পূর্ণ বিশ্রাম

    উন্নত ছাত্রজীবন লাভের জন্য গভীর মানসিক শান্তি অর্জন

অতীব শক্তিশালী পদ্ধতিসমূহ যা সারাজীবন আপনার সহায়তা করে

  • 24 প্রত‍্যক্ষজ্ঞান উন্মেষের ধ্যান এবং দেহক্রিয়া

    সম্পূর্ণ নিরাপদ, প্রাকৃতিক, আক্রমণাত্মক নয় এবং খাঁটি

  • প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করা

    “প্রাণা” বা জীবনীশক্তি উজ্জীবনের মাধ্যমে শক্তি বৃদ্ধি

  • শিশুবান্ধব পদ্ধতি

    খেলাধুলা, আমোদ এবং যন্ত্রণাহীন অভ্যাসের মধ্যে দিয়ে শেখা

  • কার্যকরী যোগাযোগ

    শিশুদের জন্য উন্নত ও উপযোগী যোগাযোগের সুবিধা

ইনটিউশন প্রসেস জুনিয়র (5+ থেকে 8 বছরের শিশুদের জন্য)

সময়কাল: 10 দিন

সময়সূচীর সংক্ষিপ্ত বিবরণ

দিনবিন্যাসসময়সীমা
সপ্তাহ 1: শুক্র -রবিমুখোমুখি2 ঘণ্টা/ দিনy
সপ্তাহ 1: সোম-শনিঅনলাইন (জুম)15 মিনিট/দিন
সপ্তাহ 2: রবিমুখোমুখি2 ঘন্টা

প্রোগ্রামের বিবরণ

সপ্তাহ 1

  • মুখোমুখি সেশন (শুক্র - রবি):
    • সময়সীমা: 2 ঘন্টা প্রতিদিন
    • আলোকপাত: প্রত‍্যক্ষজ্ঞানের ক্ষমতার বিষয়ে ভূমিকা
  • অনলাইন সেশন (সোম - শনি):
    • সময়সীমা: 15 মিনিট প্রতিদিন
    • মাধ‍্যম: জুম / অনলাইন
    • বিশেষজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে
  • শিক্ষণীয় বিষয়:
    • অভ‍্যন্তরীণ প্রত‍্যক্ষজ্ঞানের ক্ষমতার বিকাশ
    • বিশেষভাবে পরিকল্পিত ব‍্যায়ামের অনুশীলন
    • আকর্ষণীয় খেলা ও অনন্য কার্যকলাপে অংশগ্রহণ
  • অভিভাবকদের সম্পৃক্ততা:
    • সপ্তাহ 1 এর শেষ 2 ঘন্টায় যোগদান
    • সন্তানের শিক্ষনীয় বিষয়ে স্বচ্ছ ধারণা
    • সন্তানের প্রত‍্যক্ষ জ্ঞান কিভাবে গভীর হয় তা শেখা

সপ্তাহ 2

  • মুখোমুখি সেশন (রবি):
    • সময়সীমা: 2 ঘণ্টা
    • আলোকপাত: পর্যালোচনা এবং শেখার গভীরতা বৃদ্ধি করা
  • অভিভাবকদের সম্পৃক্ততা:
    • শেষের 1 ঘণ্টায় অংশগ্রহণ
    • সন্তানের প্রত‍্যক্ষ জ্ঞান লাভের যাত্রায় পরবর্তী ধাপগুলো অনুধাবন

প্রত‍্যক্ষ জ্ঞানের অর্থ হলো সঠিক সময়ে সঠিক চিন্তা হওয়া।

- গুরুদেব শ্রী শ্রী রবিশংকর

ইনটিউশন প্রসেস কিডস (8+ থেকে 13 বছরের জন্য)

ইনটিউশন প্রসেস টীনস (13+ থেকে 18 বছরের জন্য)

সময়কাল: 17 দিন

সময়সূচীর সংক্ষিপ্ত বিবরণ

দিন বিন্যাস সময়সীমা
সপ্তাহ 1: শুক্র - রবি মুখোমুখি 2 ঘন্টা/ দিন
সপ্তাহ 1: সোম - বৃহ অনলাইন (জুম 15 মিনিট/দিন (কিডস), 30 মিনিট/দিন (টীনস)
সপ্তাহ 2: শুক্র - রবি মুখোমুখি 2 ঘন্টা/দিন
সপ্তাহ 2: সোম - শনি অনলাইন (জুম 30 মিনিট/দিন
সপ্তাহ 3: রবি মুখোমুখি 2 ঘন্টা/দিন

প্রোগ্রামের বিবরণ

সপ্তাহ 1

  • মুখোমুখি সেশন (শুক্র - রবি):
    • সময়সীমা: 2 ঘন্টা প্রতিদিন
    • আলোকপাত: দৈহিক ও মানসিক সুস্থতার কৌশল
  • অনলাইন সেশন (সোম - বৃহ):
    • মাধ‍্যম: জুম/অনলাইন
    • বিশেষজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে
  • শিক্ষনীয় বিষয়:
    • দৈহিক ও মানসিক সুস্বাস্থ্যের জন্য বয়স অনুযায়ী কৌশল
    • যোগ ও শ্বাসপদ্ধতি
    • চাপমুক্তি ও আবেগ নিয়ন্ত্রণ
    • প্রত‍্যক্ষ জ্ঞান বিকাশের প্রস্তুতি
  • শিক্ষার মাধ্যম:
    • খেলাধুলা
    • দলগত ভাবে আলোচনা

সপ্তাহ 2

  • মুখোমুখি সেশন (শুক্র - রবি):
    • সময়সীমা: 2 ঘন্টা প্রতিদিন
    • আলোকপাত: প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতার বিকাশ
  • অনলাইন সেশন (সোম - শনি):
    • সময়সীমা: 30 মিনিট প্রতিদিন কিডস ও টীনস উভয়ের জন্য
    • মাধ্যম: জুম/অনলাইন
    • বিশেষজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে
  • শিক্ষণীয় বিষয়:
    • সহজাত প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতার বিকাশ
    • বিশেষ রূপে পরিকল্পিত ব‍্যায়ামের অভ্যাস
    • শ্বাস ক্রিয়ার অভ‍্যাস ও নির্দেশিত ধ‍্যান শেখা
  • শিক্ষাপদ্ধতি:
    • আকর্ষণীয় খেলাধুলা
    • অনন্য কার্যক্রম
  • অভিভাবকদের সম্পৃক্ততা:
    • সপ্তাহ 2 এর শেষ 2 ঘণ্টায় যোগদান
    • সন্তানের শিক্ষণীয় বিষয়ে স্বচ্ছ ধারণা
    • কি প্রকারে সন্তানের প্রত্যক্ষ জ্ঞান গভীর করা যায় তা শেখা

সপ্তাহ 3

  • মুখোমুখি সেশন (রবি):
    • সময়সীমা: 2 ঘন্টা
    • আলোকপাত: পর্যালোচনা, বিষয়ের গভীরে প্রবেশ ও ভবিষ্যতের দিকনির্দেশনা
  • শিক্ষণীয় বিষয়:
    • শেখানো কৌশলের পর্যালোচনা ও তাকে শক্তিশালী করা
    • এগিয়ে চলার পথ অনুধাবন করা
  • অভিভাবকদের সম্পৃক্ততা:
    • শেষের 20 মিনিটের জন্য অংশগ্রহণ
    • সন্তানের প্রত‍্যক্ষ জ্ঞান লাভের যাত্রায় পরবর্তী ধাপ উপলব্ধি করা

ইনটিউশন প্রসেসের উপরে গবেষণা

icon

22%

নির্ভুল বিচার ক্ষমতার বৃদ্ধি

icon

29%

মানসিক সুস্থতার উন্নতি

icon

69%

আবেগজনিত সমস্যার হ্রাস

icon

67%

অতিসক্রিয়তার হ্রাস

icon

50%

সহপাঠীদের সঙ্গে সমস্যা কমে যাওয়া

icon

78%

আচরণগত সমস্যার হ্রাস

প্রতিষ্ঠাতা

গুরুদেব শ্রী শ্রী রবি শঙ্কর

গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর একজন বিশ্বব্যাপী মানবতাবাদী, আধ্যাত্মিক নেতা এবং শান্তির দূত। তিনি চাপমুক্ত, সহিংসতামুক্ত সমাজের জন্য এক অভূতপূর্ব বিশ্বব্যাপী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

আরও জানুন

আমি আমার সন্তানকে ভর্তি করতে চাই কিন্তু…

ইনটিউশন কি?

ইনটিউশন বা প্রত‍্যক্ষ জ্ঞান হল সেই ক্ষমতা যার মাধ্যমে কোন যুক্তি বা যৌক্তিক বিশ্লেষণের উপরে নির্ভর না করে কোন কিছুকে চেনা বা বোঝা যায় ।স্বাভাবিক ভাবেই এই প্রত‍্যক্ষ জ্ঞান আমাদের সকলের মধ্যেই আছে, কিন্তু একটু মনোযোগ দিলেই মনের এই দিকটাকে পুষ্ট ও বিকশিত করা সম্ভব।

প্রত‍্যক্ষ জ্ঞানকে উন্নত করার উপকারিতা কি কি ?

জীবনের সর্বক্ষেত্রে সাফল্যের পথে নিয়ে যায় শক্তিশালী প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতা
উন্নত শেখার ক্ষমতা
আরও ভালো সিদ্ধান্ত গ্রহণ
বর্ধিত সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি
সমস্যা সমাধানের উন্নত দক্ষতা
শ্রেষ্ঠতর দূরদর্শিতা
দৃঢ় আত্মবিশ্বাস
পারষ্পরিক আলোচনায় দক্ষতা বৃদ্ধি
অজানা সম্বন্ধে ভীতির হ্রাস

এই প্রোগ্রাম শুধু বালক-বালিকা ও কিশোর-কিশোরীদের জন্য হয় কেন?

আমরা সকলেই একটা স্বাভাবিক প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছি যার ফলে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয়ের বাইরেও উপলব্ধি করতে পারি । এই ক্ষমতা শিশুদের মধ্যে বেশি পরিলক্ষিত হয় । এর কারণ তাদের মন স্বচ্ছ ও তাজা, আচ্ছন্নতা কম, এবং তারা প্রকৃতির সঙ্গে আমাদের তুলনায় বেশি তাল মিলিয়ে চলে।

এই প্রোগ্রাম কি অনলাইন না ইন পার্সন?

দ‍্য ইনটিউশন প্রসেস জুনিয়রস, কিডস এবং টীনস আদতে হাইব্রিড প্রোগ্রাম যেখানে অনলাইন (জুম) এবং ইন পার্সন ( মুখোমুখি)সেশন উভয়েই রয়েছে ।

ইনটিউশন প্রসেস জুনিয়রস প্রোগ্রামে চার দিন মুখোমুখি ইন পার্সন সেশন আছে, দুঘণ্টা প্রতিদিন । এর সঙ্গে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সাতটা অনলাইন সেশন আছে ( সোমবার থেকে শনিবার) ।

ইনটিউশন প্রসেস কিডস এ‍্যান্ড টীনস এ সাত দিন মুখোমুখি ইন পার্সন সেশন আছে এবং প্রশিক্ষকদের তত্ত্বাবধানে দশ দিনের অনলাইন সেশন রয়েছে ।

শিশুদের প্রত‍্যক্ষ জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে কি প্রকারের কৌশল শেখানো হয়?

এই প্রোগ্রামে শিশুদের পরিচয় করানো হয় যোগ পদ্ধতির সাথে যার মাধ্যমে তারা মনকে বিশ্রাম দিতে শেখে এবং প্রত‍্যক্ষ জ্ঞানকে উপলব্ধি করতে পারে ।
বয়স অনুযায়ী শ্বাসপদ্ধতি
নির্দেশিত ধ‍্যান এবং বিশ্রামের কৌশল
আমোদপূর্ণ খেলাধুলা এবং প্রত‍্যক্ষ জ্ঞান উন্নত করার ক্রিয়া
বাড়িতে অভ‍্যাসের নির্দেশাবলী

শিশুর প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতা বিকশিত হতে কতটা সময় লাগে?

এই প্রোগ্রামের উপকারিতা সবাই দেখতে পাচ্ছেন । প্রচুর ভিডিও তে শিশুরা এবং তাদের অভিভাবকরা এই প্রোগ্রাম থেকে শিক্ষা নেওয়ার পরে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন ।

প্রত‍্যেকটি শিশু অনন‍্য । তারা তাদের মতো করে নিজস্ব সময়ে প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতা অর্জন করে । কতটা উন্নতি হচ্ছে তা নির্ভর করে শিশুটির নিজের চেষ্টা ও নিয়মিত অভ‍্যাসের উপরে ।

এই প্রোগ্রাম শিশুদের নিয়মিত ১৫ থেকে ২০ মিনিট বাড়িতে অভ্যাস করতে উৎসাহিত করে । নিয়মিত অভ্যাসের পরে শিশুরা এবং তাদের অভিভাবকরা জানিয়েছেন যে প্রত‍্যক্ষ জ্ঞানের ক্ষমতার উন্নতি ও বৃদ্ধি হয়েছে ।শিশুরা যে সাফল্যের অভিজ্ঞতা লাভ করেছে তার মূল এটা।

এটা কতক্ষণের এবং কোন বয়সের জন্য?

ইনটিউশন প্রসেস জুনিয়রস (৫ থেকে ৭ বছর)
১০ দিনের প্রোগ্রাম - ৪ দিন ২ ঘন্টার প্রতিটি ইন পার্সন মুখোমুখি সেশন ,
৬ দিন ১৫ মিনিটের প্রতিটি অনলাইন সেশন

ইনটিউশন প্রসেস কিডস ( ৮ থেকে ১৩ বছর)
১৭ দিনের প্রোগ্রাম - ৭ দিন ২ ঘন্টার প্রতিটি ইন পার্সন মুখোমুখি সেশন, ১০ দিন ১৫ মিনিটের প্রতিটি অনলাইন সেশন

ইনটিউশন প্রসেস টীনস (১৪ থেকে ১৮ বছর)
১৭ দিনের প্রোগ্রাম - ৭ দিন ২ ঘন্টার প্রতিটি ইন পার্সন মুখোমুখি সেশন, ১০ দিন ৩০ মিনিটের প্রতিটি অনলাইন সেশন