

যোগ
শরীরকে শক্তিশালী ও শিথিল করার জন্য যোগাসন খুবই ভাল, কিন্তু এছাড়াও এটির নানাবিধ উপযোগিতা রয়েছে।
পাঁচ হাজার বছরেরও অধিক প্রাচীন ভারতীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার যেটি সংস্কৃত শব্দ 'যুজ' থেকে উদ্ভূত, যার অর্থ ঐক্যবদ্ধ করা বা সমন্বিত করা। নানাবিধ শ্বাসের প্রক্রিয়া, যোগাসন এবং ধ্যানের মাধ্যমে যোগ শরীরের এবং মনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে। যদিও যোগ সম্পর্কে অনেকেরই ধারণা এটি একটি শারীরিক ব্যায়াম যেখানে জটিল পদ্ধতিতে নানাভাবে শরীরকে মোচড়ানো, ঘোরানো, প্রসারিত করা এবং শ্বাস নেওয়া হয়, প্রকৃতপক্ষে এগুলি মানুষের মন ও আত্মার অসীম সম্ভাবনাকে উদ্ঘাটন করার যে গভীর বিজ্ঞান তার বাহ্যিক দিক মাত্র।
যোগের বিজ্ঞান জীবন ধারণ পদ্ধতির স্বয়ংসম্পূর্ণ একটি সামগ্রিক নির্যাস যেখানে জ্ঞানযোগ অথবা দর্শন, ভক্তিযোগ বা আধ্যাত্মিকতার মাধ্যমে অর্জিত গভীর আনন্দ, কর্মযোগ অথবা পরমানন্দের কার্য এবং রাজযোগ কিংবা মনের সংযমের পথ যুক্ত রয়েছে।
Patanjali Yoga Sutras
Exclusive ● Live Discourse with Gurudev Sri Sri Ravi Shankar
17 - 19 Jan 2025
Sign me up!জীবন পরিবর্তনের অভিজ্ঞতা
যোগের নানা ভঙ্গিমা
যোগাসনের নানা ধরণ রয়েছে; দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চিৎ হয়ে শুয়ে, পেটের উপর ভর করে এবং আরো একাধিক প্রকার।
প্রারম্ভিক স্তর এবং তার পরবর্তী স্তরের কর্মসূচি
যোগের শ্বাস প্রক্রিয়া
আর্ট অফ লিভিংয়ের সুদর্শন ক্রিয়া সংযোজিত করেছে স্বাভাবিক শ্বাসের নির্দিষ্ট
ছন্দ, যেটি শরীর, মন ও আবেগের মধ্যে সমন্বয় রক্ষা করে। এই বিশেষ শ্বাস প্রক্রিয়াটি দুশ্চিন্তা ও ক্লান্তি এবং নেতিবাচক আবেগ যেমন ক্রোধ, হতাশা, বিষণ্ণতা দূর কোরে তোমাকে শান্ত অথচ উদ্দীপক করে তোলে, মনঃসংযোগ ঘটায়, নিরুদ্বেগ করে তোলে। এই শক্তিশালী শ্বাস প্রক্রিয়াটি বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে।