প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের ক্ষমতা বৃদ্ধি

মাটির গুণমান সংরক্ষণ, জীববৈচিত্র্যের সুরক্ষা, এবং ভারতের কৃষকদের উন্নয়ন।

icon

বিশেষ পদ্ধতি

কৃষকদের পাশে থেকে, তাদের প্রাকৃতিক কৃষি পদ্ধতির প্রশিক্ষণ ও সহায়তা প্রদান।

icon

প্রভাব

কম খরচে উচ্চ ফলন।

icon

প্রসার

30 লক্ষ কৃষককে প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে প্রশিক্ষিত করা হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ

ঋণ, ফসলের ক্ষতি এবং সামাজিক চাপে আজও ভারতের অন্নদাতা—কৃষকেরা ভুগছেন। ব্যাংক ও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে তারা ব্যয়বহুল রাসায়নিক সার, কীটনাশক এবং বীজ কেনেন। কিন্তু বৃষ্টি না হলে বা ফসল নষ্ট হলে তারা ঋণ শোধ করতে না পেরে দুর্দশায় পড়েন।

আর্ট অফ লিভিং-এর উদ্যোগে গঠিত শ্রী শ্রী প্রাকৃতিক কৃষি প্রকল্প, সারা ভারতে প্রাকৃতিক কৃষি পদ্ধতি প্রচার করছে। এই পদ্ধতি কৃষকদের জন্য কম খরচে বেশি উৎপাদন ও লাভজনক চাষের প্রতিশ্রুতি দেয়। 

রাসায়নিক সার, কীটনাশক ও হাইব্রিড বীজের অতিরিক্ত ব্যবহারে একদিকে কৃষকের ঋণের বোঝা বাড়ছে, অন্যদিকে জল দূষিত হচ্ছে, মাটি অনুর্বর হয়ে পড়ছে, এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। এর বিপরীতে, প্রাকৃতিক কৃষি পদ্ধতি পরিবেশবান্ধব, টেকসই এবং কৃষকদের জন্য সাশ্রয়ী।

একসময় যখন দেশের অর্থনীতি ব্যবস্থার মূল ভিত্তি ছিল মূলতঃ ভারতের ঐতিহ্যবাহী কৃষি ,তখন এই পদ্ধতিগুলিই কৃষিকার্যে ব্যাবহার করা হত।কিন্তু ষাটের দশকের সবুজ বিপ্লব (Green Revolution) রাসায়নিক সার ও হাইব্রিড বীজের ব্যবহার বাড়িয়ে দেয়, যার ফলে কৃষকেরা ঋণের জালে জড়িয়ে পড়ে এবং মাটির গুণগত মান নষ্ট হয়।বর্তমান সময়ে প্রয়োজন একটি নতুন কৃষি বিপ্লবের, যা কৃষকদের সাহায্য করবে, মাটির গুণমান রক্ষা করবে এবং পরিবেশকে বাঁচাবে।

শ্রী শ্রী প্রাকৃতিক কৃষি প্রকল্প এই নতুন বিপ্লবের সূচনা করেছে।

সুপরিকল্পিত বিশেষ পদ্ধতি

আর্ট অফ লিভিং-এর যুবাচার্য, কৃষি প্রশিক্ষক এবং বিভিন্ন সরকারি সংস্থা, বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে সারা দেশের কৃষকেদের সাহায্য করছে। আর্ট অফ লিভিং দেশের সব রাজ্যে প্রাকৃতিক কৃষি পদ্ধতির ওপর প্রশিক্ষণ দেবার কর্মশালা পরিচালনা করে।

এই প্রশিক্ষণে স্থানীয় বীজ, দেশি গরু, প্রাকৃতিক সার ও কীটনাশক সম্পর্কিত সবরকমের জ্ঞানই শুধু দেয়না তার সঙ্গে সবকিছু দেখিয়ে দেওয়াও হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষকদের নিম্নলিখিত বিষয়গুলো শেখানো হয়

  • বিভিন্ন ধরনের জৈব সার প্রস্তুত করার পদ্ধতি
  • মাঠে সারের সঠিক প্রয়োগের কৌশল
  • কীভাবে জমি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়
  • ফসল তোলার পর প্রাকৃতিকভাবে তা সংরক্ষণ ও পরিচালনার পদ্ধতি

প্রশিক্ষণ শেষ হওয়ার পর, আর্ট অফ লিভিং-এর গঠিত দল কৃষকদের সহায়তা করে যাতে তারা ধীরে ধীরে তাদের চাষের পদ্ধতিকে প্রাকৃতিক কৃষিতে রূপান্তরিত করতে পারে।

তাছাড়া, আর্ট অফ লিভিং যৌথ প্রচেষ্টার দ্বারা যাতে কৃষকদের সমস্যার সমাধান করা যায়, সেজন্যে কিষান মঞ্চ নামে একটি প্ল্যাটফর্মও তৈরী করেছে।

কৃষকরা যাতে তাদের উৎপাদনের সেরা মূল্য পায়, তা নিশ্চিত করতে আমরা তাদের জন্য তাদের ফসল সরাসরি বাজারে বিক্রির সুযোগও করে দিয়েছি।

3 দিনের প্রশিক্ষণ

প্রাকৃতিক কৃষির প্রাথমিক পদ্ধতি শেখানো

মেন্টরশিপ

অঞ্চলের ও ঋতুর ভিত্তিতে ব্যক্তিগত পরামর্শ প্রদান।

সহযোগিতা

যুবাচার্যরা কৃষকদের নিয়মিত সহায়তা ও দিকনির্দেশনা দেন যাতে তারা প্রাকৃতিক কৃষি বজায় রাখতে পারে।

কিষান মঞ্চ

কৃষকেরা একত্রিত হয়ে তাদের সমস্যা ও নতুন ভাবনা নিয়ে আলোচনা করে।

সরাসরি বাজার

মধ্যস্বত্বভোগীকে বাদ দিয়ে কৃষকেরা যেন সরাসরি ক্রেতার কাছে পণ্য বিক্রি করে সর্বোচ্চ দাম পায়, তা নিশ্চিত করা হয়।

কৃষিই মানব অস্তিত্বের মেরুদণ্ড। কোনো সভ্যতা টিকে থাকতে বা সমৃদ্ধ হতে হলে, কৃষিকে হতে হবে সুস্থ ও টেকসই। আমাদের আবার কৃষির দিকে মনোযোগ ফিরিয়ে আনতে হবে, কৃষকদের এটিই মূল শিল্প।

- গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর

বৈপ্লবিক আন্দোলনে যোগ দিন

আপনারা সাহায্যের হাত বাড়ালে আমরা আরও অনেক কিছু অর্জন করতে পারি। পরিবেশবান্ধব পদ্ধতিতে কম খরচে বেশি ফলন উৎপাদনে কৃষকদের সাহায্য করুন।

দান করুন

প্রভাব

শ্রী শ্রী প্রাকৃতিক কৃষি প্রকল্প মূলতঃ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে, যাদের জমির পরিমাণ 5 একরের কম। এই কৃষকদের জমিতে উৎপাদন খরচ রাসায়নিক কৃষির তুলনায় পাঁচ ভাগের এক ভাগে নেমে এসেছে, এবং তাদের ফসল চাষে এখন আগের রাসায়নিক চাষের তুলনায় পাঁচ ভাগের এক ভাগ জল লাগে।

উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে

কম জলে বেশি জমিতে চাষ সম্ভব হয়েছে

জমি পুনরুজ্জীবিত হয়েছে

ফলন বৃদ্ধিপেয়েছে

জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষা পেয়েছে

রাসায়নিক সারের ওপর ভর্তুকির অর্থ সাশ্রয় হয়েছে